সিপিআই (এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক পুনর্নিবাচিত হয়েছেন জামির মোল্লা। গত ২৪ তারিখ, শনিবার রঘুনাথগঞ্জে জেলা সম্মেলন শুরু হয়েছিল। রবিবার তা শেষ হয়েছে। এদিন ৬০জনের জেলা কমিটি নির্বাচিত হয়েছে। নতুন জেলা কমিটিতে ১১জন মহিলা। নতুন জেলা কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম। সেই সভায় জামির মোল্লা সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন। সম্মেলনে আগামী রাজ্য সম্মেলনের ১৮ জন প্রতিনিধি এবং ৬জন বিকল্প প্রতিনিধিও নির্বাচিত হয়েছেন। সম্মেলনে পার্টি নেতা রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, আভাস রায় চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য, প্রতীক উর রহমান, পরেশ পাল, গৌতম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটিতে বিশেষ আমন্ত্রিত আছেন ৪জন।
CPI-M Murshidabad district conference
মুর্শিদাবাদে জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত জামির মোল্লা
×
Comments :0