ফের রেল দুর্ঘটনা দক্ষিণ পূর্ব শাখায়। ডাউন সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। লাইন চ্যুত হয়ে পড়ে মোট তিনটি কামরা। সাঁতরাগাছি থেকে শালিমার স্টেশনে যাচ্ছিলো ট্রেনটি। একটি পার্সেল ভ্যানের সাথে ধাক্কা লাগার ফলে এই দুর্ঘটনাটি হয়। ঘটনাটি ঘটেছে সকাল ১০টা নাগাদ। দক্ষিন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পদ্মপুকুর রেল ইয়ার্ডের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাশের লাইনে একটি পার্সেল ভ্যান যাচ্ছিলো। লেভেল ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই পার্সেল ভ্যানের পাশাপাশি সংঘর্ষ হয়। ফলে লাইনচ্যুত হয়ে পরে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসের ও পার্সেল কারের মোট তিনটি কামরা। দুটি ট্রেনের গতি ধীরে ও এক্সপ্রেস ট্রেনটি ফাঁকা থাকার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর কামরা ও পার্সেল ভ্যানের একটি কামরা লাইনচ্যুত হয়েছে। বারংবার দুর্ঘটনার ফলে প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।
tirupati express accident
দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস, লাইনচ্যুত মোট তিনটি কামরা
×
Comments :0