Republic Day celebrated in Jalpaiguri

জলপাইগুড়িতে পালিত হল প্রজাতন্ত্র দিবস

রাজ্য

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়িতে উদযাপিত হল ৭৬ তম প্রজাতন্ত্র দিবস জেলা বামফ্রন্টের উদ্যোগে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি ও সংবিধানের প্রস্তাবনা পাঠ করে ভারতের জাতীয় সংহতি ও ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে শপথ গ্রহণ করা হয়। সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন সিপিআই(এম) রাজ্য কমিটির নেতৃত্ব সলিল আচার্য। কর্মসূচিতে  আজকের দিনের প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও বামপন্থীদের কর্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পিযুষ মিশ্র ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি গোবিন্দ রায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য। নেতৃবৃন্দ বলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বর্তমান যে কয়টি রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে রাজনীতি করছে তাদের মধ্যে বিজেপি নামক দলটির উত্তরসূরী জন সংঘের একজন প্রতিনিধিকে ও খুঁজে পাওয়া যাবে না, অথচ আজ আরএসএস বিজেপি ভারতবর্ষের স্বাধীনতা প্রসঙ্গে বড় বড় কথা এমন ভাবে বলছে যে তারাই যেন দেশ স্বাধীন করেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দের ভূমিকা ছিল অনস্বীকার্য। আজকের দিনে আরএসএস বিজেপি ভারতবর্ষের সংবিধানের মূল বিষয় বিভেদের মাঝে ঐক্যের কথা কে ভুলিয়ে দিয়ে মনুবাদের কথা ভারতবর্ষের সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাইছে। যার বিরুদ্ধে মানুষের সঙ্ঘবদ্ধ লড়াই জরুরী বিভেদের রাজনীতি মধ্য দিয়ে আরএসএস বিজেপির সরকার দেশের মানুষকে বোকা বানাচ্ছে বামপন্থী দেরই এক্ষেত্রে মানুষকে সাথে নিয়ে বিভেদের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে "নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান" সংবিধান বর্নীত এই বার্তাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Comments :0

Login to leave a comment