Victim's father slams ruling party

শাসক দলকে কটাক্ষ নির্যাতিতার বাবার

কলকাতা

গত শনিবার প্রকাশ্য জনসভা থেকে আরজি করের নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়েছিল। তারপরেই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এক্তিয়ার বহিঃভুত কথা বলছেন নির্যাতিতার বাবা।

এর পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমারো মুখ্যমন্ত্রী। আজকে ওনাদের তরফে যে বক্তব্য রাখা হয়েছে তাতে মনে হয় উনি আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক মনে করে না। উনি ওনার কর্তব্য কিছুই করেনি। শিয়ালদা কোটে যে রায় বেরিয়েছে সে রায়ের কপি দেখার পর ওনার ক্ষমতা থাকার কোন অধিকার নেই।

কুনাল ঘোষের বক্তব্য পরিপেক্ষিতে নির্যাতিতার বাবা বলেন,আমাদের কাছে যে রায়ের কপি রয়েছে যেখানে জজ সাহেব ও পুলিশ কি বলেছে তার প্রমাণ রয়েছে। এরপর যদি তার দায়ভার না নেয় তাহলে তারা নির্লজ্জ।

Comments :0

Login to leave a comment