যোগ্য শিক্ষকদের তালিকা বারবার চেয়েছে আদালত। কিন্তু সরকার তা দেয়নি। ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে এমন অংশকে বাঁচাতে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। এর দায় রাজ্য সরকারের।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একথা বলেছেন শিক্ষক সংগঠন এবিটিএ’র সাধারণ সম্পাদক সুকুমার পাইন। তিনি জানিয়েছেন যে সরকারের জন্য যোগ্যদের চাকরি বাতিল হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন চালাতে হবে। তিনি বলেছেন, যোগ্যতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা কাজ হারালেন তাঁদের পাশে আমাদের থাকতে হবে। সেটিও অত্যন্ত জরুরি।
এবিটিএ’র দাবি, যে সরকার এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত এবিটিএ, এবিপিটিএ সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনগুলির প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবিটিএ নেতা অশোক পাল, বিপ্লব তিলক, এবিপিটিএ নেত্রী সোনালি চৌধুরী, অধ্যাপক নেতা নিলয় সাহা, কো-অর্ডিনেশন নেতা বিশ্বজিত দত্ত চৌধুরী প্রমুখ।
এবিটিএ বলেছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি যাঁরা হারালেন তাঁদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। কিন্তু সেই পরীক্ষা দ্রুত করার ব্যবস্তা করতে হবে রাজ্য সরকারকে। স্বচ্ছ করতে হবে পরীক্ষা এবং ফল প্রকাশের পদ্ধতি।
এদিন মিছিলে শিক্ষকনেতারা বলেছেন, নিয়োগ দুর্নীতির প্রতিবাদে যোগ্য কর্মপ্রার্থীরা দিনের পর দিন ওয়াই চ্যানেলে বসে থেকেছেন। তখন তাঁদের সঙ্গে কথা বলেননি মুখ্যমন্ত্রী। তখন অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ করেনি সরকার। তা করলে আজ যোগ্যদের কাজ হারাতে হত না। স্কুলে নিয়োগে সবরকম দুর্নীতি চালানো হয়েছে। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই দুর্নীতি চালিয়েছে। সম্পূর্ণ দায়িত্ব তাদের নিতে হবে।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্য সংগঠনের পাশাপাশি শিক্ষক আন্দোলনের কর্মীরাও প্রতিবাদ মিছিল করেছেন। তাঁরা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি যোগ্যদের পাশে থাকবে এবিটিএ।
সুকুমার পাইন বলেছেন, হাইকোর্টের রায়ের পর যোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। তিনি জানিয়েছেন, অন্য চাকরি থেকে এসে যোগ দিয়েছেন এমন অংশের বিষয়ও তোলা হয়েছে সংগঠনের পক্ষে দায়ের করা স্পেশাল লিভ পিটিশনে। তাঁদের আগের কাজে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ABTA School Job
দায়ী সরকার, চলবে আন্দোলন, কাজ হারনো শিক্ষকদের পাশে থাকছে এবিটিএ

×
Comments :0