AIDWA CEC

মহিলা সমিতির নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

জাতীয়

সর্বভারতীয় সম্মেলন থেকে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের সভাপতি পদে পুনর্র্নির্বাচিত হয়েছেন পিকে শ্রীমতী। সাধারণ সম্পাদক পদে কনীনিকা ঘোষ এবং  কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন তাপসী প্রহরাজ। 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্যাট্রন নির্বাচিত হয়েছেন মালিনী ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন জাহানারা খান, মোনালিসা সিনহা, আত্রেয়ী গুহ, রমা বিশ্বাস, দেবলীনা হেমব্রম, দীপু দাস, সোমা দাস, ঈশিতা মুখার্জি, মণি থাপা, পারমিতা সেন রায়, সিক্তা জোয়ারদার, সুপর্ণা ব্যানার্জিও। 

Comments :0

Login to leave a comment