AIDWA RALLY DELHI

ভিডিও: দিল্লিতে সমাবেশ মহিলা সমিতির

জাতীয়

দিল্লিতে সমাবেশের একাংশ।

বিজেপি-আরএসএস হটাও, মহিলা বাঁচাও, দেশ বাঁচাও। 

এই স্লোগানে দিল্লিতে সমবেত হলেন সারা দেশের মহিলারা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে হয়েছে এই কর্মসূচি। 

একদিকে মহিলা আসন সংরক্ষণ বিল পাশের নামে প্রচার চলছে। কবে সংরক্ষণ চালু হবে তার ঠিক নেই। আরেকদিকে মহিলাদের ওপর আক্রমণ এবং নির্যাতন সমানে বাড়ছে সারা দেশে। মহিলা সমিতি এই দুমুখো নীতির তীব্র প্রতিবাদ করেছে। 

সংগঠনের প্রবীণ নেত্রী সুভাষিণী আলি, সভাপতি পিকে শ্রীমতী, সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কণীনিকা ঘোষ সহ সারা দেশের মহিলা নেত্রীরা মিছিল করেছেন দিল্লিতে। এই সমাবেশের প্রস্তুতিতে সারা দেশে সব রাজ্যে হয়েছে জমায়েত, মিছিল। 

মহিলা আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, ভোটের দিকে তাকিয়ে মহিলাদের দরদ দেখানো হচ্ছে। আরেকদিকে বিজেপি সরকারের নীতিতে বেড়ে চলেছে জিনিসের দাম। গ্যাসের দাম আটশো টাকা বাড়িয়ে এখন ২০০ টাকা কমানো হলো। গরিব পরিবারের মহিলাদের প্রকল্প উজ্জ্বলা যোজনাতেও মোট ৩০০ টাকা কমিয়েও প্রতিটি সিলিন্ডারের দাম ৬০০ টাকার ওপরে। বেশিরভাগ পরিবার নতুন সিলিন্ডার কিনতে পারছেন না। মোদী সরকার এই মুনাফাখোরিকে মদত দিচ্ছে। প্রতিবাদ উঠলেই নজর অন্যদিকে ঘোরাতে ধর্মের নামে বিভাজন করছে জনতাকে। এই রাজনীতিকে হারাতে হবে। হারাতে হবে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি’কে।  

Comments :0

Login to leave a comment