১৭ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার তিন নাম্বার গুমটি এলাকায় প্রতিদিনই বাড়ছে নেশাগ্রস্তদের দাপট। শহরের মাঝখানে মদ গাঁজা ড্রাগস সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি চলছে। এই এলাকাগুলিতে সকাল থেকে রাত পর্যন্ত, সবকিছু দেখেও নিশ্চুপ পুলিশ। শাসক দলের মদতে চলছে এই নেশার কারবারিদের বাড়বাড়ন্ত। অবস্থা এই জায়গায় পৌঁছেছে যে এলাকার বাচ্চারা এই মাদক ব্যবসায়ীদের থেকে মাদক কিনে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, নেশার পয়সা জোগাড় করতে এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতা।
এই মর্মে অভিযোগ জানিয়ে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। অবিলম্বে এই নেশার কারবার রুখতে আই সি কোতোয়ালি জলপাইগুড়ির কাছে মার্চ পিটিশন প্রদান করলেন এলাকার মহিলারা, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী পিয়ালী গুহ রায়, রিতা সেনগুপ্ত সুস্মিতা গুহ সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। থানায় বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।
অভিযোগ, নেশার ব্যবসার সঙ্গে যেহেতু শাসকদলের কর্মীরা যুক্ত তাই নিশ্চুপ থাকছে পুলিশ।
JALPAIGURI DRUGS PROTEST
নিষিদ্ধ মাদক ব্যবসার রমরমা, জলপাইগুড়িতে প্রতিবাদে মহিলারা
×
Comments :0