সংসদীয় পদে থেকেও দলীয় রাজনীতির স্বার্থে কাজ করে চলেছেন অনেকে। অন্যতম বড় বিপদ এই প্রবণতা। নাম না করেও লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের এই সমালোচনা করলেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার বলেছেন, ‘‘সারা দেশ দেখছে যে এঁরা নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’’ তিনি জানিয়েছেন, পাঁচ রাজ্যের নির্বাচন থেকে মূল্যবান শিক্ষা নিয়েছে কংগ্রেস। একই ভুল যাতে ফের না হয় তার দিকে নজর দেওয়া হবে।
একের পর এক বিরোধী সাংসদকে বহিষ্কারের প্রসঙ্গ তোলেন খাড়গে। তিনি বলেছেন, ‘‘সংসদকে শাসক দলের মঞ্চ বানিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশ দেখছে কিভাবে গণতন্ত্রকে টুঁটি টিপে মারা হচ্ছে।’’
এদিন দিল্লিতে কংগ্রেসের শীর্ষতম সাংগঠনিক স্তর ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। বৈঠকে আলোচনা হয়েছে পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল নিয়ে। খাড়গে বলেছেন, ‘‘একই ভুল যাতে দু’বার না হয় তার জন্য সতর্ক থাকবে দল। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশে হার হতাশাজনক। কংগ্রেস প্রাথমিক অনুসন্ধান করেছে। হারের কারণ খুঁজে দেখা হয়েছে।’’
খাড়গের ব্যাখ্যা, ‘‘হার হলেও তিন রাজ্যের ফলাফলে ইতিবাচক দিক রয়েছে। কংগ্রেসের ভোটের হার কমেনি। মূল্যবান শিক্ষা পাওয়া গিয়েছে এই নির্বাচনে। ভুল ফের যাতে না হয় তার দিকে নজর রাখবে দল। আমরা ঘুরে দাঁড়াতে পারব। তার জন্য প্রস্তুতি শুরু করা হবে।’’
খাড়গে জানিয়েছেন যে ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য দলের নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে ফের ‘ভারত জোড়ো যাত্রা’ করার অনুরোধ জানিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও হয়নি।
খাড়গে ‘ইন্ডিয়া’ বৈঠক নিয়েও বলেছেন। রাজ্যস্তরে পরিস্থিতি অনুযায়ী আসন সমঝোতা প্রক্রিয়া এখন থেকেই চালু হবে, জানিয়েছেন তিনি। তার জন্য কংগ্রেস পাঁচ সদস্যের একটি কমিটি গড়েছে। এই কমিটি বিভিন্ন রাজ্যে দলগুলির সঙ্গে আলোচনা চালাবে।
তিনি বলেছেন, ‘‘লোকসভা নির্বাচন বেশি দূরে নেই। হাতে সময় কম। কাজে পরিণত করা যায় এমন ভাবনা দ্রুত সেরে ফেলার জন্য সবাইকে অনুরোধ জানাবে।’’
KHARGE ELECTION
শিক্ষা মিলেছে ভোট থেকে, কংগ্রেসের বৈঠকের পর খাড়গে
×
Comments :0