অন্যকথা | মুক্তধারা
পৃথিবীর প্রাচীন নৌকা
তপন কুমার বৈরাগ্য
পৃথিবীর প্রাচীন নৌকার নাম পেস ক্যানো। ৮২০০--৭৬০০ খ্রিস্টপূর্বাব্দে এই প্যাস ক্যানো তৈরি হয়েছিল
নেদারল্যান্ডে।যে দেশটার অপর নাম হল্যান্ড।যে দেশটায় সমুদ্র থেকে উদ্ধার করা জমি পোল্ডারভূমি দেখা যায়।
এই দেশের রাজধানীর নাম আমস্টারডাম। উত্তর পশ্চিম ইউরোপের এটি একটি রাষ্ট্র।এখানকার অধিবাসীদের ওলন্ডাজ
বলে।এখানকার অধিবাসীদের ভাষা ডাচ। প্রাচীনকাল থেকেই এই ওলন্ডাজরা পরিশ্রমী জাতি।
এখানকার অধিবাসীরা বহুযুগ আগে থেকেই বিভিন্ন কারুকার্যময় সৃষ্টি রেখে গেছেন।এদেশের লোকেরাই
প্রথম নৌকা তৈরি করেছিল। যে নৌকা কাঠের তৈরি। ২৫ফুট লম্বা।৫থেকে ৬ফুট চওড়া। চার থেকে ৫ ফুট গভীর
অনুমান করা হয়। এই নৌকার ২০০এর অধিক লোক বহন করার ক্ষমতা ছিলো। উত্তরসাগরের উপকূলের মাটি খুঁড়ে
এই নৌকা আবিষ্কৃত হয়। জানা যায় পেস ক্যানো সেখানকার একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন।তাঁর নামানুসারে এই নৌকার
নামকরণ করা হয়।অ্যাসেনের ডেন্টস মিউজিয়ামে এই নৌকা সংরক্ষিত আছে। মিশরদেশেও যে সবচেয়ে প্রাচীন
নৌকা পাওয়া যায় তার নাম অ্যাবিডোস নৌকা। এইগুলো ঠিক জাহাজের মতন। খ্রিস্টপূর্ব৫০০০অব্দে এই
নৌকা তৈরি হয়। এই নৌকাগুলি পৃথিবীর প্রাচীন দীর্ঘতম নৌকা। জাহাজ আকৃতি এই নৌকাগুলি ৭৫ফুট লম্বা,৭থেকে ১০ফুট
চওড়া।গভীরতা ৫থেকে দশ ফুট। এটায় পৃথিবীর দীর্ঘতম নৌকা বা জাহাজ।ফ্যারাও খাসেখেমির সমাধিক্ষত্রের কাছাকাছি
অঞ্চলে মাটি খুঁড়ে এই ধরনের ১৪টি নৌকা বা জাহাজের অস্তিত্ব পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৫০০০অব্দে ফোর আহা
এই ধরনের ১৪টি নৌকা বা জাহাজ তৈরি করেছিলেন। এই নৌকাগুলো মিশরের নীলনদে চলাচল করতো।
এইগুলো প্রাচীনমানুষের শ্রেষ্ঠতম দান।
Comments :0