Tollygunge Science Exhibition

জিজ্ঞাসা নিয়ে নতুনের খোঁজ, বিজ্ঞানমেলায় সাড়া টালিগঞ্জে

কলকাতা

টালিগঞ্জের মিলনগড় বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় বসে আঁকো শিশুদের।

স্থানীয় ২৫টি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা- সব অংশকে যুক্ত করে বিজ্ঞান মেলা চলছে টালিগঞ্জের মিলনগড় বালিকা বিদ্যালয়ে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের টালিগঞ্জ উত্তর আঞ্চলিক কমিটি এবং এই বিদ্যালয়ের সহযোগিতায় চলছে 'বিজ্ঞান মেলা- জিজ্ঞাসা'। কলকাতার ৯৭ নম্বর ওয়ার্ডের মিলনগড় বালিকা বিদ্যালয়ের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী এ বছরই।  
বিজ্ঞান মেলা শুরু হয়েছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত। সংগঠনের  পতাকা উত্তোলন করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সভাপতি সত্যজিৎ চক্রবর্তী। ছিলেন সংগঠনের জেলা সভাপতি সিদ্ধার্থ দত্ত, মেলা কমিটির সভাপতি বিমান ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধর্মান্ধতা ও কুসংস্কার বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
টালিগঞ্জ ট্রামডিপোর কাছে এই এলাকার ২৫টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকমণ্ডলী, বিজ্ঞান মঞ্চের কর্মীরা অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। এলাকাবাসী এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের নেতৃবৃন্দ, প্রখ্যাত নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক এবং অধ্যাপক ডা: অরুণ কুমার সিং। তাঁর অত্যন্ত আকর্ষণীয় শিক্ষামূলক বক্তব্য শ্রোতাদের মন কেড়ে নিয়েছে। 
তিন দিনের মেলায় বিজ্ঞানের মডেল প্রদর্শনী ছাড়াও বিজ্ঞানধর্মী ফটোগ্রাফি, রিলস, প্রবন্ধ, আঁকা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় কয়েকশো ছাত্র-ছাত্রী। মেলা অঞ্চলে বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন স্টল এলাকাটিকে প্রাণবন্ত করে তুলেছে। 
শনিবার সন্ধ্যায় টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানো হবে। মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিজ্ঞান মনস্কতা প্রসারে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিজ্ঞানমেলা 'জিজ্ঞাসা'-র প্রথম কর্মসূচি অঞ্চলে সাড়া ফেলেছে। মেলা চলবে রবিবার পর্যন্ত।

Comments :0

Login to leave a comment