Kolkata CPI-M

কলকাতায় নির্বাচিত নতুন জেলা কমিটি, সম্পাদক ফের কল্লোল মজুমদার

রাজ্য কলকাতা

সোমবার সিপিআই(এম)’র কলকাতা জেলা সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ৬৬জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে, এবং ৩ জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে জেলা কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নতুন জেলা কমিটির প্রথম বৈঠকে জেলা সম্পাদক পদে কল্লোল মজুমদার সর্বসম্মতিতে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্মেলন থেকে ২৭জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন পার্টির রাজ্য সম্মেলনের জন্য। তিনদিনব্যাপী জেলা সম্মেলনে কলকাতার মোট ৩৯৪ জন প্রতিনিধি এবং ৯১ জন দর্শক অংশ নেন। প্রতিনিধিদের মধ্যে ৫৩জন মহিলা, এবং দর্শকদের মধ্যে ৩১ জন মহিলা ও একজন রূপান্তরকামী ছিলেন। জেলা সম্পাদকের খসড়া প্রতিবেদনের ওপরে মোট ১০৪জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মেলনে মোট ১২টি প্রস্তাব গৃহীত হয়েছে।

Comments :0

Login to leave a comment