BOOK REVIEW | PRODOSH KUMAR BAGCHI — AMBEDKAR | MUKTADHARA — 2025 JANUARY 3

বই | প্রদোষকুমার বাগচী — আম্বেদকর চর্চায় অমূল্য সংযোজন | মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ৩

সাহিত্যের পাতা

BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  AMBEDKAR  MUKTADHARA  2025 JANUARY 3

বই | মুক্তধারা

আম্বেদকর চর্চায় অমূল্য সংযোজন

প্রদোষকুমার বাগচী


তিনি নিজেই বলতেন, সমগ্র মহারষ্ট্রে  তাঁর জাতভাইদের মধ্যে তিনিই  ছিলেন প্রথম ব্যারিস্টার। সেই সময়ে ব্যারিস্টার  
হতো  মূলত ব্রাহ্মণ, বেনিয়া ও পার্সিদের থেকে। এটাই ছিল প্রথা। সেই প্রথা ভেঙে দিলেন এক নিম্নবর্ণের মানুষ। সেকারণেই  
হয়ত ব্যরিস্টারি পাশ করার পরেও কোনও সলিসিটরই তাঁকে জুনিয়ার হিসাবে গ্রহণ করেননি।  উচ্চবর্ণের হিন্দুর হাতে  
নিম্নবর্ণের  অত্যাচারে তিনি ব্যথিত ছিলেন। কিন্তু ভেঙে পড়েননি। সমাজ সম্পর্কে  তাঁর  পর্যবেক্ষণ  গভীর ছিল। সেই সূত্রে  
জাতপাতের গোড়া ধরে টান দিতেও তাঁর বাধেনি। জাতপাত যে কত ঠুনকো সেকথা ধরা পড়ে তাঁর সরস রসিকতায়,   
‘হিন্দুদের  বেদ লিখলেন যে  ব্যসদেব, তিনি বর্ণহিন্দু নন। পরে  হিন্দুরা চাইলেন মহাকাব্য।  সেটি লিখলেন  বাল্মীকি।   
অথচ তিনি ছিলেন অস্পৃশ্য। আর যখন  হিন্দুরা একটি সংবিধান চাইলো  তখন  পাঠানো হলো আমাকে।’ এবার হয়তো  
অনেকেই বুঝে নিতে পারবেন এই আমিটি কে? ঠিকই ধরেছেন,  বাবাসাহেব ভীমরাও আম্বেদকর। এই বইয়ে  সংকলিত  
বিভিন্ন লেখার মধ্য দিয়ে কোন পাঠক  আম্বেদকার সম্পর্কে নতুন করে ভাবার  চিন্তাসূত্রগুলিকে স্পর্শ করতে পারবেন।   
পৌঁছে যেতে পারেন তাঁর দর্শনেও। বাবাসাহেব চর্চার পরিসর আরও বিস্তৃত হয়ে উঠবে  এই বইয়ের মাধ্যমে।  

Ambedkar : The attendant details
Ed. by Salim Yusufji, with an intro. By Bama. Navayana Publishing, 155, 2nd Floor,  
Sahpur Jat, New Delhi 110 049.Rs.295/- 

  
 

Comments :0

Login to leave a comment