এসএসসি ২০১৬ সালের প্যানেলের যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের কাছে জমা করতে হবে এসএসসিকে, এই দাবি তুলে শনিবার গনেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে মিছিল করলো এবিটিএ। ২০১৬র এসএসসির প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। এসএসসির পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের কাছে জমা দেওয়া হয়নি। যার ফলে যারা যোগ্য তারাও চাকরি হারিয়েছেন।
এই পরিস্থিতিতে এবিটিএ’র দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসিকে জমা দিতে হবে আদালতের কাছে। যোগ্য যারা তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যে এই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে এবিটিএ। শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের কঠিন শাস্তির দাবি করেছে এবিটিএ।
এবিটিএ’র রাজ্য সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের কাছে এসএসসিকে জমা দিতে হবে। যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি প্রার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে। তাদের দাবিকে মান্যতা দিতে হবে।’’
এদিন শিক্ষকদের মিছিল ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু সেই মিছিল চাঁদনি চকের আগেই আটকে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ১৪৪ ধারা জারি থাকার জন্য মিছিল যেতে দেওয়া হবে না ওয়াই চ্যানেল পর্যন্ত।
পুলিশ মিছিল না যেতে দেওয়ার ফলে শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াই চ্যানেলে গিয়ে কথা বলেন আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের সাথে।
ABTA
এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে যোগ্য দের চাকরি দিতে হবে, দাবি তুলে মিছিল এবিটিএ’র
×
Comments :0