পৌরসভার বিল্ডিং প্ল্যান ঘোটালায় এবারে নাম জড়ালো কোচবিহারের এক সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাশ ঘোটালার জেরে আরো দুজন গ্রেপ্তার হয়েছে শনিবার গভীর রাতে। রবিবার ওই দুজনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ ই জানুয়ারি অবধি পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় সব মিলিয়ে মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তী সহ মোট ৩ জন গ্রেপ্তার হল।
শনিবার গভীর রাতে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন দিনহাটা পৌরসভার ইনজিনিয়ার হরি বর্মন অন্যজন পৌরসভার তালিকাভূক্ত ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাশগুপ্ত। জানা গেছে মূল অভিযুক্তকে জেরা করেই পুলিস এই ঘোটালায় দুই ইঞ্জিনিয়ারের প্রত্যক্ষ যোগসাযোগের তথ্য পেয়েছেন। পৌরসভার প্রধান করনিক জগদীশ সেনকে পুলিসের তদন্তকারি অফিসারেরা টানা ১৭ ঘন্টা জেরে করে ছেড়ে দিলেও পুলিস তার বয়ানে পুরোপুরি সন্তুষ্ট নয়।
উল্লেখ্য গত ৩০ সে ডিসেম্বর বিল্ডিং প্ল্যান ঘোটালায় ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তী গ্রেপ্তার হন। সেদিন বিকেলেই পৌরসভার তৃনমুলের চেয়ারম্যান বোর্ড মিটিং ডেকে পদত্যাগ করেন।
সূত্রের খবর মূল অভিযুক্তকে জেরা করেই পুলিস জানতে পেরেছেন তাকে তালিকাভূক্ত প্ল্যানার অর্কপ্রভ দাশগুপ্ত একাধিক প্ল্যান তৈরী করে দিয়েছিলেন।এরপরেই তদন্তের আতস কাঁচের নিচে চলে আসে এই প্ল্যানারের নাম। ইনি আবার কোচবিহারের বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গেছে, ধৃত এসএই হরি বর্মনকে গ্রেপ্তারের আগে শনিবার সকাল থেকে পুলিস টানা জিজ্ঞাসাবাদ করেছে। কখনও একা আবার কখনও প্রধান করনিকের মুখোমুখি বসিয়ে আবার মূল অভিযূক্তের মুখোমুখি বসিয়ে। এরপরেই পৌরসভার ধৃত ওই ইঞ্জিনিয়ার বেশ কিছু তথ্য পুলিসকে বলে দেয়।মূল অভিযুক্তও পুলিসি হেপাজতের পর যত দিন যাচ্ছে ততই ভেঙ্গে পড়ছেন।আর তাতেই এই ঘোটালার মূল কিংপিনের নাম সামনে আসার সম্ভবনা তৈরি হচ্ছে।
Dinhata municipality corruption
দিনহাটা পৌরসভায় বিল্ডিং প্ল্যান দুর্নীতিতে গ্রেপ্তার আরও এক
×
Comments :0