ISL derby in Guwahati

আইএসএলের ডার্বি এইবার গুয়াহাটিতে

খেলা

আগামী ১১ জানুয়ারি কলকাতায় ডার্বি ম্যাচ হবেনা। এই কথা আগেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময় গঙ্গাসাগর মেলা থাকায় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশ দিতে পারবেনা রাজ্য সরকার। তাই ম্যাচ অন্যত্র সরে যাওয়ার একটা জল্পনা ছিল। শোনা যাচ্ছে গুয়াহাটিতে হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি। এটি মোহনবাগানের হোম ম্যাচ। তবে এর ফলে বাঙালি দর্শকেরা বঞ্চিত হবেন ফুটবলের মক্কা কলকাতায় ভারত তথা এশিয়ার সেরা ফুটবল ডার্বি ম্যাচ দেখার থেকে।

Comments :0

Login to leave a comment