MONDA MITHI | ISAAC NEWTON — RISHIRAJ DASS | NATUNPATA — 2025 JANUARY 4

মণ্ডা মিঠাই | বড়দিনের আলোকে বিজ্ঞানের বরপুত্র স্যার আইজ্যাক নিউটন — ঋষিরাজ দাশ | নতুন বন্ধু | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ৪

ছোটদের বিভাগ

MONDA MITHI  ISAAC NEWTON  RISHIRAJ DASS  NATUNPATA  2025 JANUARY 4

মণ্ডা মিঠাই | নতুনপাতা

বড়দিনের আলোকে বিজ্ঞানের বরপুত্র স্যার আইজ্যাক নিউটন
ঋষিরাজ দাশ 

বিগত সংখ্যার পর

      ১৬৪৩ খ্রিস্টাব্দের ৪ঠা জানুয়ারিতে নিউটন জন্মগ্রহণ করেন। নিউটনের যখন জন্ম হয় তখনও ইংল্যান্ডে সমসাময়িক কালের আধুনিকতম  প্যাপাল বর্ষপঞ্জির ব্যবহার শুরু হয়নি। তাই তাঁর জন্মের তারিখ নিবন্ধন করা হয়েছিল ১৬৪২ খ্রিস্টাব্দের ক্রিসমাস দিবস হিসেবে। আর নিউটনের জন্ম তারিখ ঠিক করা হয় ১৬৪২ খ্রিস্টাব্দে ২৫শে ডিসেম্বর। আইজ্যাক নিউটন তাঁর পিতা আইজ্যাক এর মৃত্যুর তিন মাস পর জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক। যখন নিউটনের মাত্র তিন বছর বয়স তার মা হানাহ্ এইসকফ বাড়ি ছেড়ে চলে যান এবং  রেভারেন্ড বার্নাবাউস স্মিথ এর সঙ্গে দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন ও তাঁর সঙ্গে সংসার করেন।

              নিউটন তাঁর বাল্যকালের এক বড়ো অংশ কাটান তার দিদিমা নানী মার্জারি এইসকফের কাছে। নিউট্রনের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় বাড়ির পাশে এক ক্ষুদ্রায়তন স্কুলে। ১২ বছর বয়সে তিনি গ্রান্থামের এক ব্যাকরণ স্কুলে পড়তে যান।  ১৬৫৬ খ্রিস্টাব্দে নিউটনের সৎ বাবা মারা যান এবং তাঁর মা উলসথর্পে ফিরে এসে তাঁকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

                     নিউটন ট্রিনিটি কলেজ থেকে ১৬৬১ খ্রিস্টাব্দে মেট্রিকুলেশন পাস করেন। কলেজে অধ্যয়নকালে তিনি পড়াশোনা খরচ চালানোর জন্য কলেজের বিভিন্ন স্থানের ভৃত্যের কাজ করতেন।  ট্রিনিটি কলেজে প্রথমে তিনি কেপলারের আলোকবিজ্ঞান বিষয়ক সূত্রের উপর অধ্যয়ন করেন। এরপর অবশ্য তিনি ইউক্লিডের জ্যামিতির প্রতি মনোনিবেশ করেন। কারণ মেলা থেকে কেনা জ্যোতিষ শাস্ত্রের একটি বইয়ে উল্লিখিত বেশ কিছু রেখাচিত্র বুঝতে পারছিলেন না। এগুলো বোঝার জন্য ইউক্লিডের জ্যামিতি জানা থাকাটা আবশ্যক ছিল। এছাড়াও স্নাতক শিক্ষা গ্রহণকালে নিউটনের লেখা বেশ কিছু নিবন্ধ পাওয়া গেছে। এই লেখাগুলোর বিষয়ের মধ্যে রয়েছে কৌণিক বিভাজন,বক্রসমূহের বর্গকরণ, সংগীতের অনন্য সুর সম্বন্ধে কিছু গাণিতিক হিসাব, ভিয়েটা এবং ভ্যান স্কুটেনের জ্যামিতিক সমস্যা, ওয়ালিস রচিত “এরিথমেটিক অফ ইনফিনিটিস”বইয়ের উপর কিছু মন্তব্য, গোলীয় আলোক গ্লাসের ঘর্ষণের ফলাফল, লেন্সের ত্রুটি এবং সকল ধরনের মূল বের করার সূত্র।


সপ্তম শ্রেণী
কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ, উত্তর ২৪ পরগনা 
মজুমদার ভিলা, কল্যাণ নগর, খড়দহ, উত্তর ২৪ পরগনা 

চলবে

Comments :0

Login to leave a comment