Australia won the series 3-1

৩-১ এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

খেলা

বর্ডার গাভাস্কার সিরিজের শেষ সিডনি টেস্টে সহজ জয় পেলো অস্ট্রেলিয়া। ২০১৪  র পর প্রায় ১০ বছর পর ফের একবার ট্রফি উঠল প্যাট কামিংসদের। দ্বিতীয় ইনিংসে বিরাটরা ১৫৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর সহজ লক্ষ্যপূরণে সক্ষম হলেন স্টিভ স্মিথরা। অজিদের হয়ে স্যাম কনস্টাস ১৭ বলে ২২ রান করেন। ৪৫ বলে ৪১ করেন ওসমান খোয়াজা। ৩৮ বলে ৩৪ ও ৩৪ বলে ৩৯ করে নট আউট থাকেন ট্রাভিস হেড ও ওয়েবস্টার। ভারতের বোলাররা চারটি উইকেট নিলেও সেই লড়াই জয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে ব্যর্থ। ৩.৫ ওভারে কনস্টাস , ৭.৬ ওভারে লাবুশেখনে ও ৯.৬ ওভারে স্টিভ স্মিথকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৮.১ ওভারে ওসমান খোয়াজার উইকেট নেন সিরাজ। এই সিরিজে ভারতের হয়ে অজিদের চোখে চোখ রেখেই লড়াই করে যাচ্ছিলেন জসপ্রিত বুমরাহ। ম্যান অফ দ্যা সিরিজের পুরষ্কারও পেলেন বুমরাহই। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন বিশন সিং বেদি।৩১ টি উইকেট নিয়েছিলেন তিনি।  এবার ৩২ টি উইকেট নিয়ে উইকেট সংগ্রাহক হিসেবে বুমরাহ  শীর্ষে চলে গেলেন।

Comments :0

Login to leave a comment