Hooghly Tourist dies while visiting Darjeeling

দার্জিলিং বেড়াতে গিয়ে হুগলির পর্যটকের মৃত্যু

রাজ্য জেলা

ছবি প্রতিকী

দার্জিলিং বেড়াতে গিয়ে ফের মৃত্যু হলো এক বাঙালি পর্যটকের। মৃত পর্যটকের নাম দীপাঞ্চন সাহা (৫৮)। হুগলির ভদ্রেশ্বর এলাকার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা। পরিবারে তার স্ত্রী ও ছেলে আছে। জানা গেছে, নতুন বছরে পরিবার নিয়ে নিজস্ব গাড়িতেই শুক্রবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন দীপাঞ্জন সাহা। শুক্র ও শনিবার লামাহাটাতে রাত কাটান। রবিবার লামাহাটা থেকে পেশক রোড হয়ে দার্জিলিং ফিরে যাওয়ার পথে আচমকাই অসুস্থতা বোধ করেন তিনি। দ্রুত তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তবে কী কারনে ওই পর্যটকের মৃত্যু হয়েছে তা সঠিক কারন জানা যায়নি। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সোমবার দার্জিলিং জেলা সদর হাসপাতালে মৃত পর্যটকের ময়নাতদন্তের পরেই তাঁর মৃত্যুর আসল কারন জানা সম্ভব হবে। পরিবারের বাকি সদস্যদের সাথে জিটিএ'র পর্যটন বিভাগের তরফে যোগাযোগ করা হয়েছে। জিটিএ'র পক্ষ থেকে পর্যটকের মৃতদেহ শিলিগুড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জিটিএ'র চেয়ারম্যান তথা স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ রাজেশ চৌহান জানিয়েছেন। 

Comments :0

Login to leave a comment