কন্টেইনারের সঙ্গে সবজি বোঝাই পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয় জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপরে। দুর্ঘটনার কারণে তীব্র যানজটে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
শিলিগুড়ি-আসাম যোগাযোগের রাস্তায় জলপাইগুড়ির তিস্তার সেতুতে হয় এই দুর্ঘটনা। যানজট হয় ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির গোশলা মোড় পর্যন্ত। ময়নাগুড়ির দিক থেকে সবজি বোঝাই গাড়িটি আসছিল। উলটো দিক থেকে আসছিল গরু বোঝাই কন্টেনার। দুর্ঘটনায় আহত হন তিন জন।
Jalpaiguri Accident
দুই গাড়ির সংঘর্ষ, যানজট জলপাইগুড়িতে

×
Comments :0