শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তির মানুষের দাবিকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা সফল করতে মালদহে জেলা জুড়ে প্রচার চলছে।
মালদহ জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে শহরের দুই প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় ও নিয়ন্ত্রিত বাজার চত্বরে প্রচার চালানো হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে মাইক ব্যবহার না করে মিছিল ও সভার মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। রিক্সা, অটো, টোটো চালকসহ মুটিয়া মজদুর বিক্রেতা ও পথ চলতি মানুষদের মধ্যে। নেতৃত্ব দেন ইউনিয়নের নেতা অনুপম গুন, বরুণ সাহা, সুবোধ মন্ডল প্রমুখ।
এ প্রসঙ্গে মালদহ জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সম্পাদক অনুপম গুন বলেন ব্রিগেড সমাবেশের পাশাপাশি আগামী ১২ এপ্রিল ইংরেজবাজার পৌরসভায় অভিযান চালানো হবে। নাগরিক সমস্যার পাশাপাশি রিক্সা ও ভ্যান চালক, টোটো চালকদের উপর পৌরসভা ও পুলিশের নির্যাতন, রিক্সা স্ট্যান্ড দখল করার প্রতিবাদ জানানোর পাশাপাশি বামফ্রন্ট সরকারের সময়ে রিক্সা চালকদের যেসব সুবিধা দেওয়া হতো তা চালু করার দাবি জানানো হবে।
Brigade Rally Maldaha
মাইক এড়িয়ে রিক্সা-ভ্যান চালকদের মধ্যে ব্রিগেডের প্রচার মালদহে

×
Comments :0