কার্ল মার্কসের মৃত্যুবার্ষিকীতে, এ বছর, লন্ডনে তাঁর সমাধিস্থলে, ভাষণ দেবেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে।
১৪ মার্চ কার্ল মার্কসের ১৪২ তম মৃত্যুবার্ষিকী। ১৮৮৩ সালের ১৭ মার্চ, লন্ডনের হাই গেট সমাধিস্থলে বিখ্যাত ভাষণ দিয়েছিলেন ফ্রেডরিক এঙ্গেলস।
ব্রিটেনের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং মার্কস মেমোরিয়াল লাইব্রেরি প্রতি বছর মৃত্যু দিনের পর প্রথম রবিবার সমাধিস্থলে ভাষণের আয়োজন করে।
এ বছর ধাওলের পাশাপাশি বক্তব্য রাখবেন ব্রিটেনে কিউবার রাষ্ট্রদূত ইসমারা ভার্গাস। ১৬ মার্চ হবে এই ভাষণ।
১৫ থেকে ১৬ মার্চ লন্ডনে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কমিউনিস্টস’র সম্মেলন। সেখানেও যোগ দেবেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওলে।
Karl Marx
মার্কসের প্রয়াণ বার্ষিকীতে লন্ডনে ভাষণ দেবেন অশোক ধাওলে

×
Comments :0