Ajit Agarkar

ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদে অজিত আগরকর

খেলা

Ajit Agarkar


ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হলেন দেশের হয়ে ১৯১টি ওয়ানডে, ২৬টি টেস্ট খেলা প্রাক্তন তারকা ক্রিকেটার অজিত আগারকার। মঙ্গলবার বিসিসিআই তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। 
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক স্টিং অপারেশনে আপত্তিজনক কথা বলেন নির্বাচক প্রধানের পদ থেকে চেতন শর্মা। তারপর নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান চেতন শর্মা।
তারপর থেকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদটি খালি ছিল। চেতন শর্মার সরে যাওয়ার পর অন্তর্বর্তী দায়িত্ব ছিলেন শিবসুন্দর দাস।


সেই পদে আবেদন জানান ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য অজিত আগারকার। আরো কয়েকটি আবেদন জমা পড়ে।
শেষ পর্যন্ত আগরকরকেই বেছে নিল বিসিসিআই'য়ের পরামর্শদাতা কমিটি। এশিয়া কাপের পর আসন্ন বিশ্বকাপের দল নির্বাচনের দায়িত্ব সামলাবেন মুম্বইয়ের প্রাক্তন অলরাউন্ডার। বর্তমানে নির্বাচক কমিটিতে রয়েছেন সুব্রত ব্যানার্জী, সলিল আনকোলা, শ্রীধরন শরৎ ও শিব সুন্দর দাস।


 

Comments :0

Login to leave a comment