ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জাতীয় প্রধান নির্বাচক পদের জন্য নতুন করে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই মুহূর্তে অস্থায়ীভাবে নির্বাচক প্রধান পদে রয়েছেন শিবসুন্দর দাস। আগের নির্বাচক প্রধান চেতন শর্মা ইস্তফা দেওয়ার পর থেকে আছেন তিনি। প্রায় চার মাস হতে চলল, নির্বাচক প্রধান পদে পাকাপাকিভাবে কেউ নেই। বিজ্ঞপ্তি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন।
জাতীয় নির্বাচক প্রধান পদে আবেদন করার নির্দিষ্ট কয়েকটি মানদণ্ড উল্লেখ করা হয়েছে। যেমন- অন্তত সাতটি খেলার অথবা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০ একদিনের ম্যাচ এবং ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। সর্বোপরি, পাঁচ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এমন ব্যক্তি হতে হবে। এই পদে যিনি নির্বাচিত হবেন, তিনি টেস্ট, ওডিআই ও টি-২০ দল নির্বাচন করা ছাড়াও অধিনায়ক নির্বাচনও করতে পারবেন। নির্বাচন প্রধানের জন্য যারা সিভি জমা দেবেন, তাঁর মধ্যে কয়েকটি সিভি নেবেন নির্বাচক কমিটি। তাঁদের ইন্টারভিউ নেওয়ার পরই, যোগ্য ব্যক্তিকে এই পদের জন্য দায়িত্ব দেওয়া হবে।
Comments :0