বুথ ফেরত সমীক্ষাকে মান্যতা দিতে নারাজ ‘ইন্ডিয়া’। গণনার দিন কারচুপির আশঙ্কা জানিয়েছে কমিশনে। গণনার দিনের পূর্ণ প্রস্তুতিও নেওয়া হচ্ছে সারা দেশে। এই অবস্থায় দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপি সভাপতি বিজেপি নাড্ডা।
বিজেপি’র জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের ব্যাখ্যা, ‘‘সাত দফা নির্বাচনের বিশ্লেষণের জন্য হয়েছে এই বৈঠক। ভোট গণনার বিষয়েও আলোচনা হয়েছে।’’ বৈঠকে ছিলেন দলের প্রবীণ নেতা রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে নাড্ডা এবং সিং রাজ্যগুলির দায়িত্বে থাকা নেতাদের থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছেম। বিশেষ করে বুথফেরত সমীক্ষায় বিজেপি’র বিপুল গরিষ্ঠতার অনুমানে কর্মী এবং জনতার মধ্যে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।
গণনা ঘিরে আগ্রহ সারা দেশে তুঙ্গে প্রতিবারের মতো। কিন্তু এবার গণনার দিন ভিন্ন মাত্রা পেয়েছে কারচুপির আশঙ্কায় বিরোধী নেতানেত্রীরা সরব হওয়ার কারণে। বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ গণনার দিনে কমিশনেরই নির্দেশিকা যাতে কড়া করে মানা হয় সেই দাবি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জানিয়ে এসেছে রবিবারই। কিন্তু কমিশনের ভূমিকা যে ইতিবাচক নয়, ক্ষোভ জানানো হয়েছে তা নিয়েও। গণনাকে ঘিরে স্পষ্ট নির্দেশিকা জারির দাবি জানানো হয়। গণনার আগের দিন সাংবাদিক বৈঠক করতে হয়েছে কমিশনকেও। ইভিএম’র কন্ট্রোল ইউনিট খোলার আগে পোস্টাল ব্যালট গোনার দাবি মেনে নিতে হয়েছে।
এবারের নির্বাচনে ভোটদানের হার কম থাকায় স্পষ্ট হয়ে গিয়েচিল কারও পক্ষে হাওয়া কাজ করছে না। ভোটদানের হার সম্পর্কেও আলোচনা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র নেতাদের মধ্যে।
এদিন বৈঠকে অংশ নেন বিজেপি’র জাতীয় স্তরের সম্পাদক এবং সাধারণ সম্পাদকরা। কাউন্টিং এজেন্টরা যাতে সর্বত্র সময়ে গণনা কেন্দ্রে পৌঁছান, তা নিশ্চিত করতে বলেছেন শাহ, নাড্ডারা।
সূত্রের খবর, বিরোধীদের তোলা অভিযোগের, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় কমকিশনের নীরবতা সংক্রান্ত বিষয়ের, পালটা জবাব কী হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে। তাওড়ে যদিও সংবাদমাধ্যমের কাছে এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
BJP MEET
চাপ বাড়াচ্ছে ‘ইন্ডিয়া’, জরুরি বৈঠকে নাড্ডা-শাহ
×
Comments :0