Crime

বছরে ২০০টি বিমান চড়ে, যাত্রী সেজে চুরি লক্ষ টাকার সামগ্রী, ধৃত

জাতীয়

বিভিন্ন বিমানে সহযাত্রীদের হ্যান্ডব্যাগ থেকে গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে ৪০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজেশ কাপুর গত এক বছরে অন্তত ২০০টি বিমান চড়ে ১১০ দিনেরও বেশি সময় ভ্রমণ করে এই কান্ড ঘটিয়েছে।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে ডেপুটি কমিশনার অফ পুলিশ (আইজিআই) ঊষা রঙ্গনানি জানান, কাপুরকে পাহাড়গঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে তিনি চুরি করা গয়না রেখেছিলেন বলে অভিযোগ।
করোল বাগ থেকে গ্রেপ্তার হওয়া ৪৬ বছরের শরদ জৈনের কাছে সেগুলি বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। রঙ্গনানি বলেন, গত তিন মাসে পৃথক বিমানে দুটি পৃথক চুরির ঘটনা ঘটেছে, যার পরে দোষীদের ধরার জন্য আইজিআই বিমানবন্দর থেকে একটি দল গঠন করা হয়েছিল।
গত ১১ এপ্রিল হায়দরাবাদ থেকে দিল্লি যাওয়ার পথে এক যাত্রীর সাত লক্ষ টাকার গয়না খোয়া যায়। ২ ফেব্রুয়ারি অমৃতসর থেকে দিল্লি যাওয়ার পথে ২০ লক্ষ টাকার গয়না সামগ্রী হারিয়ে ফেলেন এক যাত্রী।
ওই কর্মকর্তা বলেন, সন্দেহভাজন যাত্রীর ফোন নম্বর সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে নেওয়া হলেও বুকিংয়ের সময় তিনি একটি ভুয়ো নম্বর দিয়েছিলেন। প্রযুক্তিগত নজরদারির পরে, কাপুরের আসল ফোন নম্বরটি সনাক্ত করা হয়েছিল এবং ধরা হয় তাকে।

Comments :0

Login to leave a comment