বই — মুক্তধারা
নির্জনতার কবি জীবনানন্দ
অসিতাভ দাশ
১৮ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে জীবনানন্দ শিরোনামে গ্রন্থ প্রকাশ করল কোরক। এইরকম প্রয়াস কোরকের নুতন নয়। তাপস ভৌমিকের সম্পাদনায় কোরক বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থ প্রকাশ করে পাঠক সমাজের প্রশংসা কুড়িয়েছে। গ্রন্থটির বিভিন্ন পর্বের প্রথমে কবির যাবতীয় কাব্যগ্রন্থ, কাব্য বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় পর্বে জীবনানন্দের গদ্যসাহিত্য বিচার ও বিশ্লেষণ অন্তর্ভুক্ত হয়েছে। তৃতীয় পর্বে জীবনানন্দ পরবর্তী লেখকদের ব্যক্তি অনুভব ও ভাবনার কথা ও চতুর্থ পর্বে জীবনানন্দ স্মৃতি ও অকথিত আলোকপাত। পঞ্চম পর্বে রয়েছে অনুবাদ অভিজ্ঞতার বৃত্তান্ত এবং ষষ্ঠ পর্বের শেষের প্রহর জীবন পরিচয় ও গ্রন্থ তালিকা গবেষণার মূল্যবান আকর সংগ্রহ হিসাবে বিবেচিত হয়।
রবীন্দ্রোত্তর বাংলা কাব্যের আকাশে নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম জীবনানন্দ। রোমান্টিক কবি জন কিটসের সঙ্গে জীবনানন্দের সাযুজ্য চোখে পড়ার মতো। এই দুই কবিরই জীবনের পথরেখা প্রায় এক। স্বীকৃতির তীর্থে পৌঁছাবার আগে বিদ্রুপ অবজ্ঞা উপেক্ষার কাটা গাছের দামাল বিস্তারে সে পথ বারবার বিপন্ন হয়েছে। প্রকৃতি নারী ও বোধ এই তিনই জীবনানন্দের প্রায় তিন দশক ব্যাপী কবি জীবনের সৃষ্টিকর্মের কেন্দ্রে প্রতিষ্ঠিত। জীবন, পৃথিবী, মোহিনী নারী প্রভৃতি সম্পর্কে জীবনানন্দের চিত্তে যে বোধ বিষাদ, অনুভূতি তা আমাদের পরিচিত পৃথিবীর নয়, এ কারণেই তাঁকে আমাদের অপরিচিত মনে হয় নিঃসঙ্গ মনে হয়। তার নিঃসর্গ বোধ ও বিষাদ বোধ অনন্য।
বুদ্ধদেব বসু জীবনানন্দের কবিতার মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, জীবনানন্দ দাশ আমাদের নির্জনতম স্বভাবের কবি। এই নির্জনতার বিশিষ্টতাই তার প্রাজ্ঞ রচনাকে দীপ্যোমান করেছিল। মনে মনে এখনো তিনি নির্জনের নির্ঝর, তার চিত্রতন্ত্রী এখনো স্বপ্নের অনুকম্পায়ী। তার এই নির্জনতার পিছনে আছে এক গভীর বেদনা বোধ। যার মূলে আছে বঞ্চনা। তবুও তিনি সৃষ্টি বিমুখ নন, আশাবাদী। তার মৃত্যু চিন্তাই তাকে নির্জন করেছে। এই মৃত্যু চিন্তা তাকে অপরাপর কবিদের থেকে পৃথক করেছিল। তিনি জীবনের স্বাভাবিক গতি হিসাবে দেখেছেন। মৃত্যুর কোনও আলাদা বৈশিষ্ট্য তিনি দেননি।
জীবনানন্দ কবিতার পাশাপাশি ৯৮ টি গল্প ছ’টি উপন্যাস ও অন্যান্য অসংখ্য রচনা লিখেছিলেন অর্থ প্রাপ্তি বা যশোলাভের জন্য,এ কথা, নিঃসন্দেহে বলা যায় উপন্যাসগুলির আঙ্গিক ও বিষয়ের পরস্পরায় ভিন্নতর হলেও সবকটি উপন্যাসের গুরুত্ব হলো জীবনানন্দের কাব্য সৃষ্টির পরিপূরক।
সঞ্জয় ভট্টাচার্যের মতে, অনেকেরই ধারণা ছিল তিনি দুর্বোধ্য কবিতা লেখেন। এমন ধারণার হেতু বিচার করলে বলবো যে তার সৃষ্ট কল্পলোকের দরজার চাবি অনেক পাঠক বা সমালোচক হাতে পাননি। একজন কবিকে স্পষ্টতো জানতে হলে কবি- ব্যক্তিত্বের সঙ্গে কিঞ্চিৎ পরিচিতি থাকা দরকার। এই ভাবনা থেকে জীবনানন্দ সংখ্যাটি সুপরিকল্পিতভাবে সম্পাদক উপস্থাপন করেছেন। গ্রন্থের প্রচ্ছদ চিত্ররেখা মুদ্রণ প্রশংসার দাবি রাখে।
জীবনানন্দ : কোরক সংকলন। সম্পাদনা তাপস ভৌমিক। ৩০০ টাকা।
Comments :0