BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI / NATUNPATA / 20 DECEMBER

বইকথা — ছ এ ছবি ছ এ ছড়া / প্রদোষকুমার বাগচী / নতুনপাতা

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  NATUNPATA  20 DECEMBER

নতুনপাতা

বইকথা    

ছ এ ছবি ছ এ ছড়া  

প্রদোষকুমার বাগচী


তোমাদের জন্য একটা নতুন বইয়ের খবর দিচ্ছি। এটি অপূর্ব একটি ছড়ার বই। ছড়ার
বই কার না পড়তে মন চায়। তোমরা যদি একবার আমি যে ছড়ার বইটির কথা বলছি, সেটি
হাতে নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কথাটা কত সত্যি। ছড়ার সঙ্গে সঙ্গে তোমরা
পাবে মজাদার সব ছবি। নানা রঙের ১২টি ছবি আর ১২টি ছড়া আছে বইটিতে। একটি
ছড়ার শুরুটা বলছি—
শিখিয়ে দে না লক্ষ্ণী দাদা অচিন পাখির সুর
ভাসতে থাকা সেনা মেঘের ডানাতে রোদ্দুর
শিখিয়ে দে না দু’পায়ে পড়ি কী কথা কয় পাখি
আদর করে ভালোবাসায় বুকের ভিতর রাখি
এই ছড়া আওড়াতে থাকলে তোমারা কল্পনায় দেখতে পাবে নৌকা বাওয়ার দৃশ্য। এসে
পড়বে রূপকথার সাগর তীরে ক্ষীর নদীটির কাছে। তখন তো কতই না মজা হবে। সেই
মজাই তোমরা পাবে এই বইয়ের প্রতিটি ছড়ায়। তোমাদের যে ছড়াটা আগে পড়তে ইচ্ছে
করবে তোমরা সেটাই আগে পড়তে পারবে। কারণ ছড়াগুলোর কোনও আগে পরে নেই।
যেমন খুশি তোমরা পড়বে। আর তাকিয়ে থাকবে অবাক হয়ে সুন্দর ছবিগুলির দিকে।
আরেকটা ছড়া দেখা যাক—
খেলছে খেলা মেঘদুপুরে ধূলোয় খোকা খুকি
গাছের ফাঁকে ডালের বাঁকে সূর্য দিল উঁকি
তিনটে ছোট বিড়ালছানা অবাক চোখে চেয়ে
দেখছে বাতাস কেমন করে আসছে আদর পেয়ে
খোকার চোখে খুকির চোখে আলতো ঘাসের ছায়া
তিনটে খুদে বিড়াল ছানা ছড়িয়ে দিল মায়া
ছড়াটা এখানেই শেষ নয়, আরও বড়ো। আমি কেবল তার প্রথম অংশ তুলে ধরলাম।
তোমরা এবার নিশ্চয় বুঝতে পারছো যে বইটি কেমন হবে। তারপর যখন দেখবে একটি

ছড়াতে একটি ভূত ছোট্ট খোকন সোনাকে কাঁধে তুলে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে
চাঁদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ওটি পেড়ে আনবার জন্য। তোমরা হয়তো ভাববে সত্যি
সত্যি এরকম হয় নাকি কখনও। হয় তো। ছড়ায় ছড়ায় ভূত আসে, চাঁদের দেশে যাওয়া
যায়, আরও কত কি করা যায়! আনন্দের কোন শেষ নেই। এই বইটি হাতে তুলে নিলে
তোমাদের মনে হবে মানুষের চেয়ে তো ভূতই ভালো। এবার তোমাদের বইটির কথা বলে
দিই। নামটিও মজার। ছ এ ছবি ছ এ ছড়া। তৌসিফ হক আর সৈকত কুণ্ডু মিলে বইটি তৈরি
করেছেন। বইটি পাওয়া যাচ্ছে নবজাতক প্রকাশনে। ঠিকানা— এ-৬৪, কলেজ স্ট্রিট
কার্কেট কলকাতা—৭০০ ০০৭। ১০০টাকা।

 

Comments :0

Login to leave a comment