Bangladesh Interim Cabinet

ইউনূসের হাতেই ২৭টি মন্ত্রক

রাজ্য আন্তর্জাতিক

দেশজুড়ে চূড়ান্ত আরাজকতার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা পদে বৃহস্পতিবার রাতে শপথ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। ইউনুসের সঙ্গেই শপথ নিয়েছেন ১৪ জন উপদেষ্টা।
শুক্রবার ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। ইউনূসের হাতে রয়েছে ২৭ মন্ত্রকের দায়িত্ব।
এদিন দুপুরে মন্ত্রীপরিষদ বিভাগ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, শিক্ষা, খাদ্য, ভূমি মন্ত্রক সহ মোট ২৭টি মন্ত্রকের দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই আদেশ কার্যকর হবে।
মুখ্য উপদেষ্টার হাতে যে ২৭টি মন্ত্রকের দায়িত্ব রয়েছে। এগুলো হলো, মন্ত্রীপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ-পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা।
উপদেষ্টাদের যেসব মন্ত্রক দেওয়া হয়েছে, সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রক ও পরিকল্পনা মন্ত্রক,  ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রক,  মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রক, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, মিজু শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রক। প্রাক্তন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। অবসরপ্রাপ্ত এই সেনা কর্তা ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারিই পর্যন্ত টানা পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রক, মিজ ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ, মিজু নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা পদে বৃহস্পতিবার রাতে শপথ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। শপথ নিয়ে তিনি বাংলাদেশের নাগরিকদের সব ধরনের হিংসা বর্জন করার অনুরোধ জানান। সংখ্যালঘুদের ওপর হামলা না করারও আবেদন করেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘‘সংখ্যালঘুদের ওপর হিংসা বন্ধ না হলে তিনি পদত্যাগ করবেন।’’  
শুক্রবার ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। তবুও বৃহস্পতিবার রাত থেকে জামালপুর জেলা কারাগারে বন্দিদের বিক্ষোভ ও সংঘর্ষে ৬ বন্দির মৃত্যু হয়েছে। ঘটনায় জখম কারারক্ষী ও বন্দিসহ ১৯ জন। শক্রবার মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন বক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আব্দুর রউফ তালুকদার। 

কোচবিহার শীতলকুচি ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে ঢোকার চেষ্টা। ছবি-অমিত কুমার দেব।


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টার হুঁশিয়ারি আবেদন সত্ত্বেও বাংলাদেশকে নিজেদের নিরাপদ স্থান হিসেবে মনে করতে পারছেন না বড় অংশের বাংলাদেশিরা। আর তাই ভারতে প্রবেশ করতে চাইছেন বাংলাদেশের নাগরিকরা। শুক্রবার এমনই ছবির সাক্ষী রইল কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কোচবিহারের শীতলকুচি ব্লকের বারুণী এলাকায় খর্প নদী পেরিয়ে ভারতের ঢোকার চেষ্টা করতে দেখা গেল সহস্রাধিক বাংলাদেশের নাগরিকদের।
শীতলকুচি গোলেনাওহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামের কাশিয়ার এলাকার পাশেই রয়েছে বাংলাদেশের দই খাওয়া গ্রাম সহ বাংলাদেশের নীলফামারি এলাকা। এই সমস্ত এলাকা থেকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট এই সীমান্ত এলাকায় সমবেত হতে শুরু করেন এই বাংলাদেশি মানুষেরা, যদিও এই এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া। তবে এই নদী ভারতের অন্তর্ভুক্ত। এই নদী পেরিয়েই ভারতে ঢোকার চেষ্টা করেন তারা।
খবর পাওয়া মাত্রই বিএসএফের আধিকারিকরা পৌঁছে যান এই এলাকায়। পৌঁছোয় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর অনুযায়ী, নো-ম্যান্স ল্যান্ডেরও বেশ খানিকটা পর্যন্ত বিএসএফ জওয়ানরা পৌঁছে যান। যাতে ওপার বাংলা থেকে কেউ অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারেন। এবিষয়ে বিএসএফের গোপালপুর সেক্টরের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি নজরে রাখা হচ্ছে। সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছে।

Comments :0

Login to leave a comment