terrible fire in Los Angeles

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়ছে বাড়িঘর, পালিয়ে বাঁচছেন বাসিন্দারা

আন্তর্জাতিক

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল। অন্তত ৩০ হাজার বাসিন্দাকে দ্রুত সরিয়ে নিতে হয়েছে। বাড়িঘর ফেলে, এমনকি রাস্তায় গাড়ি ফেলে রেখে শিশুদের নিয়ে পালাচ্ছেন বাসিন্দারা। 
দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। গাড়ির ভিড়ে রাস্তা আটকে রয়েছে। দমকল কর্মীদের যাতায়াতের জন্য ক্রেন এবং বুলডোজার দিয়ে সরাতে হচ্ছে গাড়ি। প্রচণ্ড হাওয়া থাকার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের মাত্রা এতই বেশি যে দূরের শহর থেকে লেলিহান শিখা দেখা যাচ্ছে। গোটা শহর কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে।
সাউথ ক্যারোলিনা থেকে জোরালো হাওয়া চলবে আরও বেশ কয়েকদিন। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালাসেডস এলাকায় অনেকে ঘুরতেও যান। সেখানে আগুন ছড়ানোয় ক্ষয়ক্ষতির মুখে প্রায় ২৬ হাজার মানুষ। ১০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত। ১৩ হাজার নির্মাণ তীব্র আগুনে ক্ষতির মুখে। 
লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রউলি জানাচ্ছেন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে দমকল। স্থানীয়রা জানিয়েছেন কাছেই কৃষি ফসলেরও ব্যাপক ক্ষতি করছে দাবানল। এই ক্ষয়ক্ষতির হিসেব বোঝা যাবে কিছু পরে। 
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন জানাচ্ছেন এই শীতে আবহাওয়া অত্যন্ত শুষ্ক থেকেছে। গত মাসেও ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গিয়েছিল ৪৮টি কাঠামো। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই এলাকায় পরপর দাবানলের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Comments :0

Login to leave a comment