ইজরায়েলের সঙ্গে ম্যাচের দায়িত্ব নিতে অস্বীকার করল বেলজিয়াম। উয়েফা নেশনস লিগের এই ম্যাচ না করার পিছনে গাজার পরিস্থিতিকেই দায়ী করেছে ইউরোপের দেশ বেলজিয়াম।
বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসলসের প্রশাসনিক প্রধান বেনয়েট হেলিংস বলেছেন, ‘‘৬ সেপ্টেম্বর স্যা ড রয় বাউডয়িন স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা। কিন্তু এই ম্যাচের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’’
হেলিংস জানিয়েছেন, বেলজিয়ান ফুটবল ফেডারেশন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে। তিনি বলেন, ‘‘এটা নিশ্চিত যে এই ম্যাচের ঘোষণা হলে শহরে একের পর এক বিক্ষোভ শুরু হবে। দর্শকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। খেলোয়াড়, দর্শক, নগরবাসী- সবার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’’
এরপরই ব্রাসেলসের ফার্স্ট অল্ডারম্যান বলেন, ‘‘আমাদের দলের ফুটবল ম্যাচ বরাবরই একতা এবং সংঘদ্দতার বার্তা দেয়। গাজায় যে মানবিক এবং সুরক্ষাজনিত পরিস্থিতি রয়েছে, এবার তা হওয়া সম্ভব নয়।’’
আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার মদত থাকলেও বাস্তবে ইজরায়েলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে জনমত তীব্র। যেভাবে একের পর এক শরণার্থী বসতিতে বেছে বেছে আঘাত চলছে, সর্বত্র তার প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক কোনও প্রতিষ্ঠান, কোনও নিয়মের তোয়াক্কা না করেই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
বুধবারও প্যালেস্তাইনের গাজার বিভিন্ন অংশে আক্রমণ চালিয়েছে ইজরায়েলের বাহিনী। আল-মাওয়াসি এলাকাকে আন্তর্জাতিক ত্রাণ সংগঠন ‘সুরক্ষিত’ ঘোষণা করেছিল। সেখানেই নিরীহ নাগরিকদের ওপর আক্রমণ হয়েছে। নিহত অন্তত ৭। মাথার ওপর তাবু খাটিয়ে অস্থায়ী শিবির করা হয়েছিল। বোমা ফেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাবু, সাময়িক আবাস।
BELGIUM ISRAEL NATIONS CUP
‘বিক্ষোভ হবেই’, ইজরায়েলের সঙ্গে ম্যাচ নিল না বেলজিয়াম
×
Comments :0