BLOOD DONATION CAMPS

টিটাগড়, পানিহাটিতে ২ শিবিরে রক্ত দিলেন প্রায় ১০০

জেলা

পানিহাটিতে রক্তদান শিবির। ছবি অভিজিৎ বসু

রবিবার উত্তর ২৪ পরগনা জেলার দুই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্ত দিলেন। সিপিআই(এম) এই দুই রক্তদান শিবিরের আয়োজন করে। সারা রাজ্যে নিয়মিত রক্তদান শিবির করে চলেছে সিপিআই(এম)। 
এদিন সিপিআই(এম)’র খড়দহ টিটাগর এরিয়া কমিটির রবীন্দ্রপল্লীতে প্রায় ৫২ জন রক্তদান করেছেন। বারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। ছিলেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, যুবনেতা সপ্তর্ষি দেব, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি দাস, ঋতুপর্ণা মিত্র, এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ। প্রাক্তন তিন তারকা ফুটবলার কবীর বসু, নন্দদুলাল ঘোষ ও অসীম গুপ্ত উৎসাহ দিতে যোগ দেন। 
সিপিআই(এম) পানিহাটি-১ এরিয়া কমিটির দু’টি শাখার যৌথ উদ্যোগে অ্যাঙ্গেলস কলোনির এঙ্গেলস নগর রিক্রেশন ক্লাবে অনুষ্ঠিত হয় আরেকটি শিবির। রক্ত সংগ্রহ করেন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। ৪৫ জনের কাছে রক্তদাতা অংশ নেন। 
ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য, এরিয়া কমিটির সম্পাদক মানিক পাল, যুবনেতা সায়ন চক্রবর্তী প্রমুখ।

খড়দহ টিটাগর এরিয়া কমিটির রবীন্দ্রপল্লীতে রক্তদান শিবির।

Comments :0

Login to leave a comment