বিশ্বকাপের আয়োজক হতে চাইছে কিংবদন্তী মার্তা ভিয়েরা ডা সিলভার দেশ। ২০২৭’র মহিলা ফুটবল বিশ্বকাপের দাবিদার হওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। রাষ্ট্রপতি লুলা ডা সিলভা নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের আয়োজন করতে আগ্রহী ব্রাজিল।
মহিলা বিশ্বকাপের দাবিদার হয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। তবে পুরুষদের মতো মহিলা ফুটবলেও ব্রাজিল সারা বিশ্বে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে। ঘটনা হলো, মহিলা বিশ্বকাপের নয়টি প্রতিযোগিতার সবক’টিতেই অংশ নিলেও একবারও কাপ জেতেনি ব্রাজিল। অথচ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্তা ভিয়েরা ডা সিলভাই ৬ বার ফিফার সেরা মহিলা ফুটবলারের সম্মান পেয়েছেন।
ব্রাজিলের কেন্দ্রীয় মন্ত্রীসভার শেষ বৈঠকে লুলা নিজেই জোর দিয়েছেন বিশ্বকাপের আয়োজনে। ভার দিয়েছেন ক্রীড়ামন্ত্রী আন্দে লুইজ ডি কার্ভালহোকে। ফিফা’র কাছে দরবার করতে হবে তাঁকেই।
২০২৭’র বিশ্বকাপের দাবিদারদের মধ্যে বাছাইয়ের কাজ নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু করবে ফিফা। ব্রাজিলের পরিকল্পনা অনুযায়ী প্রতিযোগিতা হবে বেলো হরাইজেন্তো, রিও ডি জেনেইরো, ব্রাসিলিয়া, সাও পাওলোর মতো কেন্দ্রে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা সংবাদমাধ্যম টেলেসুর-কে বলেছেন যে খেলার বাইরেও বিশ্বময় ব্রাজিলের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন লুলা। অতি দক্ষিণপন্থী জেয়ার বোলসেনোরো রাষ্ট্রপতি পদে আসীন থেকে যে বার্তা দিয়েছেন বিশ্বে, লুলা তা বদলাতে চান।
ফিফা প্রতিযোগিতার কেন্দ্র বাছাইয়ে ভোট করবে আগামী মে’তে। ব্যাঙ্ককে হবে ফিফার সেই বৈঠক। এখন তারই তোড়জোড় চালাচ্ছে ব্রাজিল।
BRAZIL WOMEN WORLD CUP
মহিলা বিশ্বকাপ আয়োজনের দাবিদার ব্রাজিলও
×
Comments :0