CAA LEFT FRONT

সিএএ’র বিরোধিতা জারি রাখবে বামফ্রন্ট: বিমান বসু

রাজ্য

বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিমান বসু।

‘‘জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্ব আমরা মানি না। সে কারণে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)’র বিরোধী বামফ্রন্ট। রাজ্যে এই আইনের বিরোধিতা চলবে।’’
বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকের পর এই অবস্থান ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন, ‘‘ধর্মের পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব হটাতে হবে।’’
২০১৯ সালেই কেন্দ্রের বিজেপি সরকার পাশ করেছিল সিএএ। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসী, খ্রীস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে আইনে। ভোটের মুখে বিধি প্রকাশ করে আইন চালুর ঘোষণা করেছে কেন্দ্র। বামপন্থীরা বলেছেন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি স্পষ্ট। ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের সংস্থান নেই। বেছে বেছে মুসলিমদের বাদ রাখা হয়েছে আইনে। 
সিএএ’র বিরুদ্ধে সারা দেশের পাশাপাশি রাজ্যেও বারবার রাস্তায় নেমেছে বামফ্রন্ট। প্রতিবাদে শামিল বিভিন্ন অংশকে জুড়ে বৃহত্তর আন্দোলন চালিয়েছে।

Comments :0

Login to leave a comment