Budget: 2025-26

৪.৪ শতাংশ কোষাগারীয় ঘাটতির অনুমান বাজেটে

জাতীয়

চলতি অর্থবর্ষে ফিসক্যাল ঘাটতি মোট জাতীয় উৎপাদনের ৪.৮ শতাংশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী অর্থবর্ষ, ২০২৫-২৬’র ক্ষেত্রে অনুমতি ফিসক্যাল ঘাটতি জিডিপি’র ৪.৪ শতাংশ। বাজার থেকে নেওয়া হবে ১৪.৮২ লক্ষ কোটি টাকা ঋণ। 
কিসান ক্রেডিট কার্ডে স্বল্পমেয়াদী ঋণের সুযোগ নতুন নয়। মোদী সরকারেরও নয়। বাজেটে শুধু এই প্রকল্পে ৭.৭ কোটি কৃষক, মৎস্যজীবী, ডেয়ারি কৃষকের ঋণের সুযোগ বজায় রাখার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ঋণের ঊর্ধ্বসীমা ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনের ঘোষণা, গরিব, যুব, অন্নদাতা এবং নারী এবারের বাজেটেও প্রধান বিবেচনায় রাখা হয়েছে।
এই দাবি জানিয়েছেন চলতি অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন সীতারামন। কিন্তু দেখা গিয়েছিল যে আগের অর্থবর্ষে মহিলা এবং শিশুকল্যাণে চালু প্রকল্পে বরাদ্দের টাকাই খরচ করা হয়নি। ‘পিএম পোষণ ২.০’ প্রকল্পেরও দেখা গিয়েছিল বরাদ্দ মূল্যবৃদ্ধির নিরিখে কমিয়ে দিতে। 
অর্থমন্ত্রী স্কুলে ব্রডব্যান্ড চালু করার ‘ভারত নেট’ প্রকল্প চালু করেছে। কিন্তু দেশজুড়ে বহু স্কুল উঠে যাচ্ছে কেন, সে প্রসঙ্গে নীরব রয়েছেন বাজেট ভাষণে। বাস্তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে স্কুলে নৈমিত্তিক খরচ চালানোর কম্পোজি গ্রান্টের টাকা পেতে শিক্ষকদের দরবার করে যেতে হচ্ছে।
বিদ্যুৎক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে জোর দিতে রাজ্যগুলিকে মাসুল বাড়িয়ে টাকা তোলার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত রয়েছে বাজেট ভাষণে। বিহারেৃর নির্বাচন এ’বছরই। মাখন প্রক্রিয়াকরণ, কোসি ক্যানাল, নতুন বিমানবন্দরের বরাদ্দ ঘোষণা করা হয়েছে বাজেটে।

Comments :0

Login to leave a comment