Budget 2025

যেই যেই জিনিসের দাম কমলো

জাতীয়

বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কোন ইঙ্গিত নেই। মূল্যবৃদ্ধি নিয়ে যখন সাধারণ মানুষের নিভশ্বাস উঠছে তখন চলতি অর্থ বর্ষের বাজেট দাম কমার কোন দীশা দেখাতে পারলো না।

তবে এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেই বাজেট পেশ করেছেন তাতে মোবাইল ফোন, জীবন দায়ি ওষুধ সহ কিছু জিনিসের দাম করেছে।

সীতারামনের বাজেটে দেখা যাচ্ছে মোবাইল ফোন এবং মোবাইলের যন্ত্রাংশের দাম কমেছে। ক্যান্সারের ওষুধ সহ একাধিক জীবন দায়ি ওষুধের দাম কমার কথা বলা আছে বাজেটে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের পর একাধিক ওষুধের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। যার জেরে তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকে মনে করছেন এই দাম কমায় খুব একটা লাভ হবে না সাধারণ মধ্যবিত্তের।

এছাড়া দাম কমেছে এলইডি ও এলসিডি টিভি, ভারতে তৈরি পোশাকের, চামড়াজাত দ্রব্যের, মেডিকেল সরঞ্জামের, ইভি ব্যাটারির, ব্যাটারি চালিত গাড়ির।  

Comments :0

Login to leave a comment