MGNREGA

মনরেগায় বাড়লো না বরাদ্দ

জাতীয়

মনরেগায় বরাদ্দ বাড়েনি এক টাকাও। চলতি অর্থ বর্ষে দেখা যাচ্ছে গত বছর যা বরাদ্দ ছিল মনরেগা প্রকল্পের জন্য সেই একই বরাদ্দ আছে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে যেই বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছিলেন তাতে মনরেগার জন্য বরাদ্দ ছিল ৮৬ হাজার কোটি টাকা। লোকসভা নির্বাচনের পরের বাজেটেও একই ছিল বরাদ্দ। এবারও তার কোন বদল হয়নি। কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মন পাওয়ার চেষ্টা করছে বিজেপি। অপর দিকে মনরেগার মতো প্রকল্পের বরাদ্দ কমিয়ে গ্রামে গরীব মানুষের হাত থেকে কাজের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে।

মনরেগা প্রকল্পের ওপর দেশের বড় অংশের মানুষ নির্ভরশীল। ১০০দিনের কাজের ওপর ভিত্তি করে অনেকের গোটা বছরের আয়। মোদী সরকার প্রথমে এই প্রকল্পের বরাদ্দ কমিয়ে আঘাত আনে। তারপর আর নতুন করে বরাদ্দ তারা বাড়ায়নি। 

২০২৩-২৪ অর্থ বর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৮৯ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বর্ষে তা এক ধাক্কায় তিন হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়। এছাড়া রেগার টাকা আটকে রাখা। জব কার্ডে কাজ না পাওয়ার মতো একাধিক অভিযোগ আছে।  

Comments :0

Login to leave a comment