BUSTEE UNNAYAN RALLY

নির্বিচারে উচ্ছেদ নয়, মিছিল বস্তি উন্নয়ন সমিতির

রাজ্য কলকাতা

রেল সড়ক বা শিল্প কারখানার জমি দরকার। কিন্তু এমন প্রকল্পে নামলেই হাত পড়ে বস্তিবাসীদের ওপর। কোনও পুনর্বাসন ছাড়া, কোনও আলোচনা ছাড়াই উচ্ছেদ করা হয় তাঁদের। নির্বিচার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বুধবার মিছিল করল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। 

এদিন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মিছিল মৌলালী থেকে শিয়ালদহ পর্যন্ত হয়েছে। মিছিলে ছিলেন সংগঠনের রাজ‍্য সম্পাদক সুখরঞ্জন দে, ছিলেন শিবেন্দু ঘোষ, মানজার এহেসান, ঝন্টু মজুমদার, সঞ্জীব চক্রবর্তী, প্রদ‍্যুৎ মন্ডল, দেবশঙ্কর রায়চৌধুরী সহ বস্তি আন্দোলনের নেতৃবৃন্দ। 

গলায় দাবি লেখা পোস্টা ঝুলিয়ে মিছিল করেছেন বস্তি আন্দোলনের সংগঠকরা। সেইলের জমি থেকে, রেলের জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করে দেওয়ার বিরোধিতা করেছেন তাঁরা। কৃষির সঙ্কটের সঙ্গে সঙ্গে একাংশ যাচ্ছে অন্য রাজ্যের শহরাঞ্চকলে কাজ করতে। আবার একাংশ সেই রাজ্যেরই বড় শহরে কাজের খোজে যাচ্ছে। মাথা গোঁজার ঠাঁই বিস্তি বা ঝুপড়ি। জীবন জীবিকা চালাতে হচ্ছে এভাবেই। 

দেশের বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গরিব মানুষের বসতি। এ রাজ্যেও একাধিক এলাকায় বুলডোজারের দাপট দেখা যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment