CITU ITC

খিদিরপুরের আইটিসি কারখানায় বিপুল জয় সিআইটিইউ’র

কলকাতা

খিদিরপুরের আইটিসি ইউনিয়নে জয়ের পর সিআইটিইউ’র সমর্থকরা।

শ্রমিকদের ৮৩ শতাংশ সমর্থন নিয়ে কারখানা ইউনিয়নের নির্বাচনে জয়ী হলো সিআইটিইউ। খিদিরপুরের আইটিসি কারখানার এই নির্বাচন আটকাতে রাজ্যের শ্রম দপ্তর নানা চেষ্টা চালিয়েছিল। আদালতের রায়ে হয়েছে নির্বাচন। শ্রমিকদের রায়ে ধরাশায়ী হয়েছে তৃণমূলের ইউনিয়ন আইএনটিটিইউসি।  
ভোটের হিসেব অনুযায়ী, মোট ভোটার ৩৩২। ভোট পড়েছে ৩২০টি। বাতিল ভোট ৫। সিআইটিইউ পেয়েছে ২৬১ ভোট, আইএনটিটিইউসি পেয়েছে ৫৪।
৮৩ শতাংশ ভোট পেয়েছে সিআইটিইউ। ১৭ শতাংশ ভোট পেয়েছে আইএনটিটিইউসি।
সিআইটিইউ’র বিপুল জয়ে শ্রমিক কর্মচারীদের অভিনন্দন জানান এই ইউনিয়নের সহ সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম চ্যাটার্জী, প্রাক্তন সম্পাদক সব্বর ইমাম মল্লিক। বিজয় সভায় ভাষণ দেন তাঁরা। বিজয় সভা অভিনন্দন জানানো হয় ইউনিয়নের সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। 
তৃণমূলের নিশ্চিত হার থেকে বাঁচাতে রাজ্য শ্রম দপ্তরকে অন্যায়ভাবে ব্যবহার করে ভোট বন্ধের ষড়যন্ত্র চলে। এমনকি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল, ভোট বন্ধ করতে। ডিভিশন বেঞ্চের রায়ে  ২২ মার্চ রাজ্য শ্রম দপ্তর নির্বাচন করতে বাধ্য হয়।
ইউনিয়নের সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকল শ্রমিক কর্মচারীদের অভিনন্দন জানান।

Comments :0

Login to leave a comment