CPI-M State Secretariat

সিপিআই(এম)’র রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত

রাজ্য

সোমবার সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে ১৫ সদস্যকে নিয়ে। নতুন রাজ্য সম্পাদকমন্ডলীতে অন্তর্ভুক্ত হয়েছেন মীনাক্ষী মুখার্জি এবং সৈয়দ হোসেন। রাজ্য কমিটির সভায় পশ্চিমবঙ্গের নির্দিষ্ট পরিস্থিতিতে বাম আন্দোলনকে শক্তিশালী করতে সিপিআই(এম)’র ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন মুজফ্‌ফর আহ্‌মদ্‌ ভবনে সিপিআই(এম)’র রাজ্য কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবি। গত ফেব্রুয়ারি মাসে ডানকুনিতে পার্টির রাজ্য সম্মেলনে গঠিত নতুন রাজ্য কমিটির এদিনের বৈঠক থেকে পার্টির নতুন রাজ্য সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে ১৫ সদস্যকে নিয়ে। নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন- মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ী, সুমিত দে, দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাশ, জিয়াউল আলম, মীনাক্ষী মুখার্জি ও সৈয়দ হোসেন। 
বিগত রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সংখ্যাও ১৫ ছিল, তবে অমিয় পাত্র এবং জীবেশ সরকার বয়স এবং অসুস্থতাজনিত কারণে এবারের রাজ্য কমিটিতে বিশেষ আমন্ত্রিত। রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন অন্তর্ভুক্ত যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং কৃষক আন্দোলনের নেতা সৈয়দ হোসেন এবারেই মাদুরাইতে অনুষ্ঠিত সিপিআই(এম)’র পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছেন। 
এদিন রাজ্য কমিটির বৈঠকে পার্টির রাজ্য সম্পাদম মহম্মদ সেলিম রাজ্যের নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে সেই অনুযায়ী গণসংগ্রাম ও আন্দোলন গড়ে তোলার দায়িত্বের কথা বলেছেন। ডানকুনিতে অনুষ্ঠিত গত রাজ্য সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর করে পার্টি সংগঠনকে এই আন্দোলন সংগ্রামের উপযোগী করে তোলার ওপরেও জোর দিয়েছেন। সভায় রাজ্য কমিটির সদস্যরা এই বিষয়ে আলোচনা করেছেন। পার্টির সাধারণ এমএ বেবি সারা দেশে নয়া ফ্যাসিবাদী সন্ত্রাস আক্রমণের উল্লেখ করে বলেছেন, এই বিপদ মোকাবিলায় মাদুরাইতে সদ্য অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশ ও দেশের মানুষকে নয়া ফ্যাসিবাদের আক্রমণ থেকে রক্ষা করতে বাম আন্দোলনকে শক্তিশালী করতে হবে এবং তার জন্য আমাদের পার্টির নিজস্ব শক্তির বিকাশ ঘটাতে হবে। পশ্চিমবঙ্গের নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিআই(এম)’কে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে, এটা শুধু এরাজ্যের মানুষের অধিকার রক্ষার সংগ্রামের জন্যই নয়, পশ্চিমবঙ্গে সিপিআই(এম) এবং বাম আন্দোলনের ঘুরে দাঁড়ানোর ওপরেই সারা দেশের বাম আন্দোলন নির্ভর করে রয়েছে, বলেছেন এম এ বেবি। এ রাজ্যের পার্টি কর্মীরা সেই ভূমিকা পালন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments :0

Login to leave a comment