Kejriwal health controversy

কেজরিওয়ালের শারীরিক পরিস্থিতি নিয়ে আপের দাবি খারিজ করলো জেল কর্তৃপক্ষ

জাতীয়

আবগারি দুর্নীতি মামলায় জেলে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওজন কমেছে ২ কেজি। সোমবার বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে তিহার জেল কর্তৃপক্ষের তরফ থেকে। রবিবার সাংবাদিক সম্মেলন করে আপের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কেজরিওয়ালের ওজন কমেছে প্রায় ৮.৫ কেজি। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগও প্রকাশ করা হয়। 

আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘বিজেপি চক্রান্ত করে মিথ্যা মামলার সাহায্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে আটকে রাখছে। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। সুগার লেভেল কমে গিয়েছে ভয়ঙ্কর ভাবে। ৮.৫ কেজি ওজন কমে গিয়েছে।’’ সোমবার তিহার কর্তৃপক্ষের তরফ থেকে এই সব দাবি খারিজ করে জানানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর শারিরীক অবস্থা স্থিতিশীল। 

লোকসভা নির্বাচনের সময় অন্তবর্তী জামিনের পর কেজরিওয়ালের ওজন ছিল ৬৩ কেজি। বর্তমানে তার ওজন ৬১ কেজি। এমনটাই দাবি জেল কর্তৃপক্ষের। 

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। সেই মামলায় জামিন পেলেও সিবিআইয়ের একটি মামলায় জামিন না পাওয়ায় জেলে থাকতে হচ্ছে আপ প্রধানকে। 

Comments :0

Login to leave a comment