CPIM Rally

অবৈধ নিয়োগের দায় জনতার ঘাড়ে, বিক্ষোভ বরানগরে

জেলা

CPIM Rally বরানগর পৌরসভার সামনে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখছেন কনীনিকা ঘোষ বোস। ছবি - অভিজিত বসু


দুর্নীতি চলছেই, বসেছে জঞ্জাল করও।  ট্রেড লাইসেন্সের ফি বেড়েছে। বরানগর পৌরসভার এমন ভূমিকার প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ হলো বরানগর পৌরসভার সামনে। 


এই অবস্থান বিক্ষোভের আহ্বান করেছিল বরানগর বামফ্রন্ট। বামপন্থী মহিলা ছাত্র যুব গণসংগঠন গুলি দফায় দফায় অবস্থানে অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিক কনীনিকা ঘোষ বোস, জেলা সম্পাদিক রুনু ব্যানার্জি, বরানগর বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা কিশোর গাঙ্গুলি, শানু রায়, সিদ্ধার্থ গাঙ্গুলি, বরুণ দেব ভট্টাচার্য, সিপিআই নেতা রবীন্দ্র প্রসাদ, দুই বামপন্থী পৌর প্রতিনিধি স্বাতী দাস, শিশির ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন আরএসপি নেতা মুজিবর রহমান।
তাঁরা বলেছেন, অবৈধ নিয়োগ হয়েছে পৌরসভায়। তাদের বেতনের জন্যেই নাগরিকদের উপর অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। বেলাগাম তোলাবাজি ও দুর্নীতি, স্বজন পোষনের তীব্র প্রতিবাদ করেন তাঁরা। ওয়ার্ড গুলির নিকাশি, বিদ্যুত এবং সড়ক ও গলি পথ গুলির বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ জানান বক্তারা।

Comments :0

Login to leave a comment