CPIM DIAMOND HARBOUR

ডায়মন্ড হারবারে নির্বাচন বাতিলের দাবি সিপিআই(এম)’র

রাজ্য

শনিবার সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম।

 

ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন বাতিল করার দাবি জানালো সিপিআই(এম)। নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানাচ্ছেন সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমান। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘বিজেপি’র কোলে উঠে তৃণমূল আজকের ভোট করেছে।’’ 
শনিবার সন্ধ্যা ৬টার কিছু পরই কলকাতায় মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। তিনি বলেন, ‘‘কোনটা রাজ্য আর কোনটা কেন্দ্রের বাহিনী বোঝা যায়নি, কোনও তফাৎ ছিল না। নির্বাচন কমিশন কী করল? সিইও বলেছিলেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। তার বদলে সাধারণ নির্বাচনকে পঞ্চায়েতের পর্যায়ে নামিয়ে আনা হলো। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের মতো আচরণ করল।’’
ডায়মন্ড হারবারে তৃণমূলের বাহিনী আগে থেকেই হামলা শুরু করে। এমন একাধিক ঘটনা দেখা গিয়েছে যাদবপুরেও। ডায়মন্ড হারবার কেন্দ্রে এবারেও প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি। প্রতীকুরের তাড়ায় একটি বুথ থেকে তৃণমূলের ভুয়ো এজেন্টকে পালাতে হয়। সেলিম প্রশ্ন তুলেছেন বিজেপি’র ভূমিকায়। 
সেলিম বলেছেন, ‘‘দিনভর কোথাও বিজেপি’র প্রার্থীদের দেখা গেল না কেন? কেউ দেখেছেন তাঁদের?’’ সেই সঙ্গে সিপিআই(এম) এবং কংগ্রেস কর্মীদের যৌথ প্রতিরোধের উল্লেখ করেন জোরের সঙ্গে। সেলিম বলেন, ‘‘আমাদের প্রার্থীরা সর্বত্র ঘুরেছে। সতর্ক ছিলেন এজেন্ট, কর্মীরা। তাঁরা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের কাছে গর্বের।’’ 
সেলিম বলেন, ‘‘ফরম ছিনতাই করে ভুয়ো পোলিং এজেন্ট হয়ে বসে গেছে। প্রিসাইডিং অফিসাররা না দেখার ভান করেছেন। ডায়মন্ডে মারাত্মক চেহারা নিয়ে এই বেনিয়ম। প্রার্থী নিজেই সিইও’র কাছে গিয়ে এই নির্বাচন প্রক্রিয়া রদ করার দাবি জানাবেন। কারণ এখানে নির্বাচন করতে দেওয়া হয়নি। প্রার্থী সংবিধান বহির্ভূত ক্ষমতা ব্যবহার করছেন। কমিশনের সিওও’র বদলে গোটা প্রক্রিয়া চালিয়েছেন রিটার্নিং অফিসার। তিনি রাজ্য সরকারের আধিকারিক, মানে তৃণমূলের বশংবদ।’’ 
ডায়মন্ড হারবারে এজেন্টকে মেরে তাড়ানো, সিসিটিভি কাজ না করা, পিস্তল নিয়ে ভয় দেখানো, ইভিএম মেশিন শাসকদলের প্রতীক ছাড়া বাকিগুলিকে ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বলেছেন সেলিম। তিনি বলেন, ‘‘রিটার্নিং অফিসার এবং পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এ সম্ভব না। এবার কমিশনকে সেই রিটার্নিং অফিসার  রিপোর্ট দেবে। এই রিপোর্টের কোনও মূল্য নেই। রিটার্নিং অফিসারের হ্যান্ডবুকে যে বিধি আছে মানা হয়নি। প্রহসন হয়েছে।’’ 
সেলিম মনে করিয়েছিলেন যে দশ বছর ধরে ডায়মন্ড হারবারের কোথায় কোথায় ভোট করতে দেওয়া হয় না, তা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েচিল সিপিআই(এম)। শুক্রবার একাধিক অভিযোগ নিয়ে এই সিও’র দপ্তরে যায় সিপিআই(এম) প্রতিনিধিদল। তাঁদের বসিয়ে রাখা হয়। তারপর বৈঠকের মাঝে উঠে চলে যান সিইও। সেলিম বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ‘ম্যানেজ’ করা হয়েছে। 
সেলিম বলেন, ‘‘আমরা বলেছি ‘সেটিং’। সপ্তম পর্যায়ে প্রমাণিত হলো। ডায়মন্ড হারবারে, যাদবপুর ছেড়ে দিয়েছে। কোথাও বিজেপি প্রার্থীদের দেখা গিয়েছে? ওদের আইটি সেল আমাদের সোশাল মিডিয়ার ভিডিও ছড়াচ্ছে। নিজেরা কোথায়? বিজেপি তৃণমূলকে দত্তক নিয়েছে। বিজেপি’র কোলে বসে নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধ কার্যকলাপ চলেছে।’’

Comments :0

Login to leave a comment