Siliguri Rally

শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল

জেলা

পঞ্চায়েত ব্যবস্থা ধ্বংসের উদ্দেশ্যে ভোট লুট, গণনায় কারচুপি, খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক, কর্মচারী ও শিক্ষক যুক্ত আন্দোলন কমিটি দার্জিলিঙ জেলা ১২ই জুলাই কমিটির পক্ষ থেকে নির্বাচন কর্মীদের ওপর শারিরীক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিংপুলের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। 

মিছিলটি হাসপাতাল মোড়, ভেনাসমোড়, হিলকার্ট রোড, সেবক রোড হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের স্টেডিয়ামের সামনে ফিরে আসে। উপস্থিত ছিলেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক পার্থ প্রতিম ভৌমিক, মনোজ নাগ প্রমুখ। নির্বাচন কর্মীদের নিরাপত্তা দেওয়া, রাজ্যে খুন সন্ত্রাস বন্ধ, নির্বাচন কর্মী রেবতীমোহন বিশ্বাসের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের শাস্তি দেওয়া, মৃত নির্বাচন কর্মীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন প্রদান সহ একাধিক দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠেছে।

Comments :0

Login to leave a comment