সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি করল সিপিআই(এম)। সন্দেশখালির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যে গণতন্ত্র নেই। মহিলাদের নিরাপত্তা নেই। রয়েছে এক স্বৈরতান্ত্রিক সরকার। প্রশাসন নির্লজ্জভাবে দলদাসে পরিণত হয়েছে। যাদের বিরুদ্ধে এলাকার মানুষের ভুরি ভুরি অভিযোগ তাদেরকে পুলিশ আড়াল করে রেখেছে। অথচ যে সমস্ত মানুষরা প্রতিবাদে গর্জে উঠেছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যেভাবে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে টেনে হিঁচড়ে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ মিথ্যা মামলায় আটক সকলকে নিঃশর্ত মুক্তির দাবিতে সারারাজ্যে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। এদিন কোচবিহার শহরে এবং কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভে শামিল হল সিপিআই(এম)। সিপিআই(এম) কোচবিহার জেলা সদর দপ্তর থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার কোতোয়ালি থানার সামনে। এখানেই বিক্ষোভে ফেটে পড়েন সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
CPIM Protest
রাজ্যজুড়ে থানা ঘেরাও, প্রতিবাদ সভা
×