Kerala Blast

কেরালা বিস্ফোরণ কান্ডে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা

জাতীয়

কেরালায় তিনটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যৌথভাবে রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কোচি বিস্ফোরণ এবং সম্প্রতি রাজ্যের মালাপ্পুরম জেলায় একটি ইসলামি গোষ্ঠী আয়োজিত একটি অনুষ্ঠানে ‘হামাস’ যোগ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কারণে কেরালা পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রবিবার সকালে কেরালার কালামাসেরিতে একটি খ্রিস্টান গোষ্ঠীর কনভেনশন সেন্টারে তিনটি বিস্ফোরণে তিনজন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ শুরু করে বিজেপি নেতারা। পালটা, তাদের সমাজের ক্ষেত্রে ‘বিষাক্ত উপাদান’ বলে কটাক্ষ করেন। প্রসঙ্গত, এর্নাকুলামে বিস্ফোরণের জন্য ধৃত ব্যক্তি একজন খৃষ্টান এবং উগ্র দক্ষিণপন্থী। ধৃত নিজেই স্বীকার করেছে যে জেহোভাজ উইটনেসরা ‘দেশদ্রোহী’ বলে সে বোমা ফাটিয়েছে।

Comments :0

Login to leave a comment