SUJAN CHAKRABORTY

মমতার পর উত্তরবঙ্গে শুভেন্দু: প্রতিক্রিয়া চক্রবর্তীর

রাজ্য

সংবাদমাধ্যমের মুখোমুখি সুজন চক্রবর্তী।

‘‘টাকা কার? টাকা তো মানুষের করের টাকা। মুখ্যমন্ত্রী বলছেন উত্তরবঙ্গে টাকা দিয়েছেন। প্রচারও হচ্ছে। কালীঘাটের ৩৬টি প্লটের টাকা দিয়েছেন নাকি!’’ 
মঙ্গলবার এক প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। 
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী চা বাগানে পাট্টা দেওয়ার কথা বলেছেন। বন্ধ বাগানের শ্রমিকদের ভাতা দেওয়ার ঘোষণাও করেছেন। এই ভাতা যদিও পূর্বতন বামফ্রন্ট সরকারই চালু করেছিল। চা বাগানের জমি পর্যটনের জন্য ব্যবহারেও জোর দিয়েছে রাজ্য। সিপিআই(এম) বলেছে, চা শ্রমিকদের বদলে এই নীতিতে লাভ হচ্ছে মলিকপক্ষের। কিন্তু তৃণমূল অনুগামী সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে, উত্তরবঙ্গে ঢালা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তা নিয়েই প্রশ্ন করা হয় চক্রবর্তীকে। 
চক্রবর্তী বলেন, ‘‘কার টাকা কে দিচ্ছে? পৈত্রিক সম্পত্তি কারও?’’ তাঁর ব্যাখ্যা, ‘‘উত্তরবঙ্গ দক্ষিণ বলে কথা নয়। সরকারের টাকা মানে মানুষের করের টাকা। সে টাকায় মানুষের জন্য কাজ হওয়ার কথা। বরং তা হচ্ছে না। কারণ মানুষের টাকা লুট হচ্ছে।’’
চক্রবর্তী বলেন, ‘‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, মুখ্যমন্ত্রী সারা রাজ্যের। মানুষ তাঁর ওপর ভরসা করতে গিয়ে ঠকেছেন। চাকরি না পেয়ে যোগ্যরা হাজার দিনের বেশি কলকাতার রাস্তায় বসে রয়েছেন। তৃণমূলকে বিশ্বাস করে এখন রাস্তায় বসে আছেন।’’
মুখ্যমন্ত্রীর পরপরই উত্তরবঙ্গে পৌঁছেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি’কে ভোট দেওয়ার জন্য বামপন্থীদেরও আবেদন জানান তিনি। এই প্রসঙ্গে এক প্রশ্নে চক্রবর্তী বলেন, ‘‘উনি তো নিজের দলকেই ঠিক রাখতে পারছেন না। বিজেপি’র হয়ে বিধানসভা ভোটে জিতে বিধায়করা তৃণমূলে চলে যাচ্ছে। উনি আবার বামপন্থীদের আবেদন জানাচ্ছেন!’’
চক্রবর্তী বলেন, ‘‘মনে পড়ছে শুভেন্দু অধিকারীই এক সময়ে বলেছিলেন সিপিআই(এম)-কে খুঁজে পাওয়া যাবে না। লাল কাপড়ের টুকরোও খুঁজে পাওয়া যাবে না!’’

Comments :0

Login to leave a comment