মলয়কান্তি মণ্ডল▫️রানিগঞ্জ,
বল্লভপুর পেপারমিল চালু করা ও শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে বৃহস্পতিবার কারখানার গেটে বিক্ষোভ দেখালো বিপিমিল মজদুর ইউনিয়ন (সিআইটিইউ)।গত ৭ জানুয়ারি বিনা নোটিশে কারখানার কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয় এবং শ্রমিক-কর্মচারীদের বেতন বাকি রাখে। চলতি মাসে ১৬ ও ২৪ তারিখ শ্রমিকদের বেতন দেওয়া হবে বলে নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ। তাদের প্রতিশ্রুত সময় অতিবাহিত হলেও বেতন দেওয়া হয় নি। শ্রমিকরা কারখানার গেটে এসে ফিরে যান। এক বাণ্ডিল কাগজও উৎপাদন হয় নি। পেপারমিলে তিনশো শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার কারখানার গেটে শ্রমিকরা লালঝাণ্ডা নিয়ে জমায়েত করে বেতনের দাবির সাথে কারখানা চালুর বিষয়ে সোচ্চার হন। কারখানার মজদুররা বলেন, পেপারমিল কর্তৃপক্ষ বিভিন্ন অছিলায় কারখানার ক্ষতির গল্প ফেঁদে বারবার কারখানার উৎপাদন বন্ধ করে দেয় এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেছে।এদিন শ্রমিক বিক্ষোভে বক্তব্য রাখেন শ্রমিকনেতা ও প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, হেমন্ত প্রভাকর, দিব্যেন্দু মুখার্জি প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, কারখানা চালুর বিষয়ে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। বিজেপি শ্রমিক বিরোধী পদক্ষেপ নিচ্ছে। একই পথে চলছে তৃণমূলের সরকার। তৃণমূলের নেতারা তোলা আদায়ে ব্যস্ত কিন্তু কারখানা চালুর বিষয়ে নীরব রয়েছে। বিভেদের রাজনীতিতে দক্ষ স্থানীয় বিজেপি বিধায়কের কারখানা খোলার জন্য দেখা পাওয়া যাচ্ছে না । এদিন বিক্ষোভ চলাকালীন কারখানার কর্তৃপক্ষের কাছে সিআইটিইউ'র নেতৃত্বে শ্রমিকরা ডেপুটেশন দেয়। শ্রমিকদের দাবি বিষয়ে পেপারমিল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারে নি। শ্রমিকনেতা হেমন্ত প্রভাকর জানান, ইউনিয়নের পক্ষ থেকে পুরো বিষয়টি জেলা শ্রম অধিকারের কাছে জানানো হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শ্রমিকরা কারখানার গেট থেকে মিছিল করে তাদের দাবিপত্রের প্রতিলিপি বল্লভপুর পুলিশের কাছে জমা দেন।
Comments :0