শনিবার দুপুরে মূর্তি পর্যটন কেন্দ্রে মূর্তি নদীর তীরে আচমকাই বেরিয়ে আসা একটি হাতিকে দেখতে ভিড় উপচে পড়ে পর্যটকদের। দূর-দূরান্ত থেকে আসা বহু পর্যটক হাতিটিকে ঘিরে ছবি তুলতে শুরু করতেই বিপদের আশঙ্কা বাড়ে। পরিস্থিতি চোখে পড়তেই দ্রুত এগিয়ে যান এলাকার পরিবেশপ্রেমী সাবুল হক। তিনি পর্যটকদের হাতির কাছ থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান।
এদিন দুপুরে পানঝোড়া জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি এসে দাঁড়ায় মূর্তি নদীর ধারে। ঠিক সেই সময়ই পর্যটন কেন্দ্রে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতির একেবারে কাছে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাবুল হক পর্যটক ও স্থানীয়দের সরে যেতে অনুরোধ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা। পরিবেশপ্রেমী সাবুল হক বলেন, ‘‘কয়েকজন পর্যটক হাতির খুব কাছে গিয়ে ছবি তুলছিলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই দ্রুত সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।’’
Elephant
হাতি দেখতে পর্যটকদের ভিড় মূর্তি নদীর তীরে
×
Comments :0