দার্জিলিঙ মেল নতুন রুটে চালানোর পরিকল্পনা নেই। এ সংক্রান্ত সংবাদ বেঠিক। রেলের পক্ষ থেকেই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ১৪৩৪৩ দার্জিলিং মেল শিয়ালদা, রানাঘাট, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ হয়ে যাবে বলে যে খবর প্রকাশ করা হচ্ছে তা ঠিক নয়।
বিভিন্ন সংবাদমাধ্য়মে খবর প্রকাশিত হয়েছিল যে দার্জিলিং মেল যেতে পারে নতুন রুটে। সেটি হলো রানাঘাট জংশন হয়ে মালদা ভায়া বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন ছুঁয়ে যাবে এই দার্জিলিং মেল। কিষানগঞ্জ হয়ে এনজেপি যাবে ট্রেনটি। বলা হচ্ছে এই রুটে যাতায়াতের মোট সময় অনেকটাই কমবে। বর্তমানে বর্ধমান-বোলপুরের রাস্তা ধরে এই ট্রেনটি যায়। নিউ জলপাইগুড়ির পর থেকে এই ট্রেন হলদিবাড়ি যায়। রেল জানিয়েছে এই পথেই যাবে দার্জিলিঙ মেল।
DARJEELING MAIL
দার্জিলিঙ মেল নতুন রুটে চালানোর খবর বেঠিক, বলছে রেলই
×
Comments :0